স্পেকট্রাম বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি রাজার

ঠিক এক মাস আগে তাঁর জমানার ১২২টি স্পেকট্রাম বণ্টনের সিদ্ধান্তকে খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। এবার শীর্ষ আদালতের কাছেই সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জনালেন প্রাক্তন টেলিকমমন্ত্রী আন্দিমুথু রাজা।

Updated By: Mar 2, 2012, 09:31 PM IST

ঠিক এক মাস আগে তাঁর জমানার ১২২টি স্পেকট্রাম বণ্টনের সিদ্ধান্তকে খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। এবার শীর্ষ আদালতের কাছেই সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জনালেন প্রাক্তন টেলিকমমন্ত্রী আন্দিমুথু রাজা।
গত ২ ফেব্রুয়ারি বিচারপতি জি এস সিংভি এবং অশোককুমার গঙ্গোপাধ্যায়`কে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ টাটা টেলিসার্ভিস, ইউনিনর, ভিডিওকন, সোয়ান টেলিকম, আইডিয়া ও লুপ টেলিকমের মোট ১২২টি লাইসেন্স বাতিলের রায় দেয়। ২০০১ সালের দামে ২০০৮ সালে ওই স্পেকট্রাম লাইসেন্স বিলির সিদ্ধান্ত নিয়েছিলেন তত্‍কালীন টেলিকমমন্ত্রী এ রাজা। এদিন শীর্ষ আদালতের কাছে এই রায় পুনর্বিবেচনার দাবি জানিয়ে তিহার-বন্দি এ রাজা বলেছেন, দুই বিচারপতির বেঞ্চের রায় ভারতীয় সংবিধান বর্ণিত `নিরপেক্ষ বিচার`-এর পরিপন্থী। ২০০৮ সালে তিনি টেলিকম মন্ত্রী থাকার সময় পূর্বতন এনডিএ সরকারের নীতি অনুসরণ করে টেলি যোগাযোগ নিয়ামক সংস্থা `টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)`-এর বিধি অনুযায়ী স্পেকট্রাম বিলি করেছিলেন তিনি।

.