বাজেটে দেওয়া কথা রাখল রেল মন্ত্রক
সিনিয়র সিটিজেনদের জন্য সংরক্ষণ বেড়ে হবে ৫০ শতাংশ। রেল বাজেটে এমনটাই কথা দিয়েছিলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। সেই কথা রাখা হল। রেলে এবার থেকে সিনিয়র সিটিজেনদের জন্য সংরক্ষণ করা থাকবে ৫০ শতাংশ আসন।
ওয়েব ডেস্ক: সিনিয়র সিটিজেনদের জন্য সংরক্ষণ বেড়ে হবে ৫০ শতাংশ। রেল বাজেটে এমনটাই কথা দিয়েছিলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। সেই কথা রাখা হল। রেলে এবার থেকে সিনিয়র সিটিজেনদের জন্য সংরক্ষণ করা থাকবে ৫০ শতাংশ আসন।
রেলওয়ে বোর্ডের প্রতিনিধি মহম্মদ জামশেদ জানান, এবার থেকে রেলের ৮০ থেকে ৯০ টি বার্থ সংরক্ষিত থাকবে সিনিয়র সিটিজেনদের জন্য। নতুন সংখ্যা কার্যকরী হবে ১ এপ্রিল থেকে। এছাড়াও মোট সংরক্ষিত আসনের মধ্যে প্রতি কোচে স্লিপার ক্লাসে ৬টি লোয়ার বার্থ সংরক্ষিত থাকবে সিনিয়র সিটিজেনদের জন্য। সংখ্যাটা বাড়বে এসি ৩ টায়ার ও ২ টায়ারেও। এছাড়াও ৪৫ বছরের বেশি বয়সের মহিলাদের ও গর্ভবতী মহিলাদের বাড়তি কোটাও কার্যকরী হবে ১ এপ্রিল থেকে।