নিজের জীবনের থেকেও খাদ্য সুরক্ষা বিল পাশ করাতে কংগ্রেস সভানেত্রী বেশি উদগ্রীব ছিলেন, জানালেন সোনিয়া পুত্র

নিজের জীবনের থেকেও খাদ্য সুরক্ষা বিল পাশ করানোকে বেশি গুরুত্ব দিয়েছিলেন সোনিয়া গান্ধী, জানালেন রাজীব তনয় রাহুল গান্ধী। লোকসভায় যেদিন বিলটি পেশ হয়, সেদিন হঠাত্‍ই অসুস্থ হয়ে পড়েছিলেন ইউপিএ চেয়ারপার্সন। হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। কিন্তু সংসদে অসুস্থ হয়ে যাওয়ার পরেও সোনিয়া হাসপাতালে যেতে চাননি। তিনি চেয়েছিলেন ভোট দিয়ে বিল পাশ করতে। জনসভায় খাদ্য বিল নিয়ে মায়ের স্বপ্নকে বোঝাতে রাহুল গান্ধী এমন কথাই বললেন।

Updated By: Oct 17, 2013, 05:21 PM IST

নিজের জীবনের থেকেও খাদ্য সুরক্ষা বিল পাশ করানোকে বেশি গুরুত্ব দিয়েছিলেন সোনিয়া গান্ধী, জানালেন রাজীব তনয় রাহুল গান্ধী। লোকসভায় যেদিন বিলটি পেশ হয়, সেদিন হঠাত্‍ই অসুস্থ হয়ে পড়েছিলেন ইউপিএ চেয়ারপার্সন। হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। কিন্তু সংসদে অসুস্থ হয়ে যাওয়ার পরেও সোনিয়া হাসপাতালে যেতে চাননি। তিনি চেয়েছিলেন ভোট দিয়ে বিল পাশ করতে। জনসভায় খাদ্য বিল নিয়ে মায়ের স্বপ্নকে বোঝাতে রাহুল গান্ধী এমন কথাই বললেন।
সেদিন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সোনিয়া নাকি শ্বাস নিচ্ছিলেন না। কংগ্রেস সুপ্রিমোর দু চোখ দিয়ে জল পড়ছিল। তবুও শেষ মুহূর্ত পর্যন্ত তিনি চেষ্টা করছিলেন খাদ্য সুরক্ষা বিল পাশ করাতে নিজের ভোটটি দেওয়ার। মধ্যপ্রদেশের জনসভায় খাদ্য সুরক্ষা বিল নিয়ে তাঁর মা ঠিক কতটা ঐকান্তিক ছিলেন সেটা বোঝাতেই সেই দিনের ঘটনার উল্লেখ করেন সোনিয়া পুত্র।
লোকসভায় বিল পেশের আগে সোনিয়ার সঙ্গে ঠিক কী ঘটেছিল সেদিন সংসদ ভবনে, এতদিন পর মধ্যপ্রদেশের জনসভায় সেটাই জানালেন রাহুল গান্ধী।
রাহুল বললেন, সংসদে খাদ্য সুরক্ষা বিল পাশ করাতে মরিয়া ছিলেন সোনিয়া গান্ধী। কিন্তু, সেদিনই হঠাৎই সংসদের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি।
খাদ্য সুরক্ষা বিলের আওতায় দেশের প্রায় ৮২ কোটি মানুষকে সস্তায় শষ্য পেতে সক্ষম। ২০১৪ লোকসভা নির্বাচনের আগে খাদ্য সুরক্ষা বিল কার্যত ইউপিএ সরকারের তুরুপের তাস ছিল। সরকার চেয়েছিল যেনতেন প্রকারে সংসদে এই বিলটি পাশ করাতে।

.