কোল-গেট কেলেঙ্কারিতে ফের প্রাক্তন কয়লা সচিব পিসি পারেখের দুর্নীতির দাবি করল সিবিআই
কয়লা ব্লক বন্টন দুর্নীতিতে মদত ছিল প্রাক্তন কয়লা সচিব পি সি পারেখের। আজ ফের এই দাবি করল সিবিআই। মঙ্গলবারই কয়লা কেলেঙ্কারিতে চোদ্দ নম্বর এফআইআর দায়ের করে সিবিআই। তাতে আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা ও কয়লামন্ত্রকের প্রাক্তন সচিব পি সি পারেখের নাম ছিল। এরপরই সিবিআইয়ের সমালোচনায় সোচ্চার হন ইউপিএ সরকারের বেশকয়েকজন মন্ত্রী, রাজনৈতিক দল ও আমলারা।
কয়লা ব্লক বন্টন দুর্নীতিতে মদত ছিল প্রাক্তন কয়লা সচিব পি সি পারেখের। আজ ফের এই দাবি করল সিবিআই। মঙ্গলবারই কয়লা কেলেঙ্কারিতে চোদ্দ নম্বর এফআইআর দায়ের করে সিবিআই। তাতে আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা ও কয়লামন্ত্রকের প্রাক্তন সচিব পি সি পারেখের নাম ছিল। এরপরই সিবিআইয়ের সমালোচনায় সোচ্চার হন ইউপিএ সরকারের বেশকয়েকজন মন্ত্রী, রাজনৈতিক দল ও আমলারা।
এই পরিস্থিতিতে আজ মুখ খুললেন সিবিআইয়ের ডিরেক্টর রঞ্জিত সিনহা। তাঁর দাবি, সুপ্রিম কোর্টের কড়া নজরদারিতে তদন্ত হয়েছে। তাতেই নাম উঠে এসেছে পি সি পারেখের।