আত্মঘাতী সেনাকর্মীর শেষযাত্রায় রাহুল গান্ধী, 'পরিবারের সঙ্গে দেখা করুন প্রধানমন্ত্রী' দাবি অরবিন্দের
হরিয়ানায় ভিওয়ানে আত্মঘাতী সেনাকর্মীর শেষযাত্রায় যোগ দিলেন রাহুল গান্ধী। সেখানে পৌছেছেন কংগ্রেসের তাবড় নেতারাও। সেনাকর্মীর বাড়ি গিয়ে পরিজনদের সঙ্গে কথা বলেন রাহুল।
ওয়েব ডেস্ক: হরিয়ানায় ভিওয়ানে আত্মঘাতী সেনাকর্মীর শেষযাত্রায় যোগ দিলেন রাহুল গান্ধী। সেখানে পৌছেছেন কংগ্রেসের তাবড় নেতারাও। সেনাকর্মীর বাড়ি গিয়ে পরিজনদের সঙ্গে কথা বলেন রাহুল।
Congress VP Rahul Gandhi reaches residence of Ram Kishan Grewal in Bhiwani (Haryana) pic.twitter.com/2I1XrM1JgC
— ANI (@ANI_news) November 3, 2016
অবিলম্বে আত্মঘাতী প্রাক্তন সেনা কর্মীর পরিবারের সঙ্গে দেখা করুন প্রধানমন্ত্রী। দাবি তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মীর পরিবারের পাশে দাঁড়ালেন ডেরেক ও ব্রায়ান। মৃতের ছেলে ও কাকাকে আটক করে পুলিস ঠিক করেনি বলে মন্তব্য করেন ডেরেক। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ সকালেই সেনাকর্মীর হরিয়ানার গ্রামের বাড়িতে পৌছে যান তৃণমূল সাংসদ। মৃতের পরিবারকে সমবেদনা জানান। একইসঙ্গে রাহুল গান্ধী ও কেজরিওয়ালকে আটক করার তীব্র নিন্দা করেন। ডেরেক বলেন, মোদী সরকারের ভূমিকায় মৃতের পরিবার খুবই হতাশ। মৃতের পরিবারের সঙ্গে দিল্লি পুলিস দুর্ব্যবহার করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।