কোন দেশে কত দিনের ভিসা পাবেন ভারতীয় নাগরিকরা?
Updated By: Nov 3, 2016, 11:24 AM IST
দেশ |
ভিসার মেয়াদ |
ভূটান (এশিয়া) | ১৪ দিনের টুরিস্ট ভিসা, মেয়াদ ৬ মাসের |
হং কং (এশিয়া) | ১৪ দিনের টুরিস্ট ভিসা |
ম্যাকাও (এশিয়া) | ৩০ দিনের ভিসা |
নেপাল (এশিয়া) | ভারত এবং নেপালের শান্তি সংহতি (১৯৫০) অনুযায়ী যতদিন ইচ্ছে নেপালে থাকে যাবে |
সেচেলেস (আফ্রিকা) | ১ মাসের ভিসা |
দক্ষিণ কোরিয়া (জেজু দ্বীপ) (এশিয়া) | ৩০ দিনের ভিসা |
মলদ্বীপ (এশিয়া) | ৯০ দিনের ভিসা |
হাইতি (উত্তর আমেরিকা) | ৩০ দিনের ভিসা |
ডমিনিকা (উত্তর আমেরিকা) | ৬ মাসের ভিসা |
থাইল্যান্ড (এশিয়া) | ১৫ দিনের ভিসা |
মৌরিতিয়াস (আফ্রিকা) | ১৪ দিনের ভিসা |
ইন্দোনেশিয়া (এশিয়া) | ৩০ দিনের ভিসা |
মাইক্রোনেশিয়া (ওসেনিয়া) | ৩০ দিনের ভিসা |
কেপ ভার্দে (আফ্রিকা) | ৩০ দিনের ভিসা |
ইকুয়েডার (দক্ষিণ আফ্রিকা) | ১৪ দিনের ভিসা |
গুয়ানা (দক্ষিণ আফ্রিকা) | ৩০ দিনের ভিসা |
জর্ডান (এশিয়া) | ২ সপ্তাহের ভিসা |
লাওস (এশিয়া) | ৩০ দিনের ভিসা |
সেন্ট লুসিয়া (উত্তর আমেরিকা) | ৬ সপ্তাহের ভিসা |
সেনেগাল (আফ্রিকা) | ৩০ দিনের ভিসা |
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (দক্ষিণ আমেরিকা) | ৩০ দিনের ভিসা |
পালাউ (ওসেনিয়া) | এই দেশে নামার পর থেকেই ভিসা মিলবে (শর্তসাপেক্ষ) |
এল সালভাদর | (লাতিন আমেরিকা) ৯০ দিনের ভিসা |