লোকসভা নির্বাচন: এখনই দলীয় প্রধানমন্ত্রী পদপ্রার্থী রূপে ঘোষিত হচ্ছে না রাহুল গান্ধীর নাম, কংগ্রেসের প্রচার কমিটির প্রধান হচ্ছেন সোনিয়া পুত্র

আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে এখনই ঘোষণা করা হবে না রাহুল গান্ধীর নাম। কংগ্রেসের মুখপাত্র এবং বর্ষীয়ান নেতা জনার্ধন দ্বিবেদী সাংবাদিকদের জানিয়েছেন একটি বৈঠকের পর কংগ্রেসের কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়েছে লোকসভা নির্বাচনের জন্য দলীয় প্রচার কমিটির নেতৃত্ব দেবেন সোনিয়া পুত্র।

Updated By: Jan 16, 2014, 08:28 PM IST

আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে এখনই ঘোষণা করা হবে না রাহুল গান্ধীর নাম। কংগ্রেসের মুখপাত্র এবং বর্ষীয়ান নেতা জনার্ধন দ্বিবেদী সাংবাদিকদের জানিয়েছেন একটি বৈঠকের পর কংগ্রেসের কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়েছে লোকসভা নির্বাচনের জন্য দলীয় প্রচার কমিটির নেতৃত্ব দেবেন সোনিয়া পুত্র।

দ্বিবেদী সাংবাদিকদের জানিয়েছেন ``কংগ্রেসের কার্নির্বাহী কমিটির প্রত্যকেই রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে দেখতে চাইছিলেন। কিন্তু প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী আপত্তি জানান। তিনি জানিয়েছেন এটা কংগ্রেসের ঐতিহ্য বিরোধী।``

কংগ্রেসের মুখপাত্র জানিয়েছেন এই বৈঠকে রাহুল জানিয়েছেন দল তাঁকে যে দায়িত্ব দেবে তিনি সেই দায়িত্বই পালন করতে প্রস্তুত।

.