'জোরদার কামব্যাকের' লক্ষ্যে ছুটিতে গেলেন কংগ্রেসের যুবরাজ

দল থেকে কয়েক সপ্তাহের ছুটি চেয়ে নিলেন রাহুল গান্ধী। সূত্রে খবর বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দলের ভবিষ্যতের কর্মসূচী নিয়ে ভাবনা চিন্তা করতেই ছুটি প্রার্থনা করেছেন তিনি।

Updated By: Feb 23, 2015, 07:44 PM IST
 'জোরদার কামব্যাকের' লক্ষ্যে ছুটিতে গেলেন কংগ্রেসের যুবরাজ

নয়া দিল্লি: দল থেকে কয়েক সপ্তাহের ছুটি চেয়ে নিলেন রাহুল গান্ধী। সূত্রে খবর বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দলের ভবিষ্যতের কর্মসূচী নিয়ে ভাবনা চিন্তা করতেই ছুটি প্রার্থনা করেছেন তিনি।

এপ্রিল মাসে দলীয় নেতাদের গুপ্ত আলোচনার জন্য নিজেকে প্রস্তুত করতেই দলের বর্তমান দু'নম্বর রাহুল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে কিছু সময় চেয়ে নিয়েছেন। দলের যুবরাজের এই ছুটি প্রার্থনার পিছনে এমনটাই যুক্তি দিয়েছেন কংগ্রেস নেতারা।

মে মাসে লোকসভায় ভরাডুবির পর থেকে সারা দেশেই কংগ্রেসের সাফল্যের গ্রাফ ভীষণভাবেই নিম্নগামী। বস্তুত লোকসভা নির্বাচনের পর বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে যেখানে যেখানে রাহুল গান্ধীর প্রচারাভিযান জোরদার হয়েছে সেখানে সেখানে কংগ্রেসের ভোট লক্ষ্যণীয়ভাবে কমেছে। এমনকি সাম্প্রতিক দিল্লি বিধানসভা নির্বাচনে একটি সিটও জোটেনি কংগ্রেসের কপালে।  

কংগ্রেসের নেতারা জানিয়েছেন দলের শীর্ষ বডি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির আসন্ন বৈঠকের আগে এই টালমাটালের সময় দলের পরবর্তি কর্মসূচী ও পদক্ষেপ কী হবে তা নিয়ে বিস্তারিত চিন্তাভাবনা করার ইচ্ছাতেই আপাতত ছুটিতে যেতে চাইছেন রাহুল। রাজনৈতিক মহলের জল্পনা নিজের পলিটিকাল কেরিয়ারটা গুছিয়ে নিতে এবার আঁটঘাট বেঁধে নামতে চাইছেন তিনি।

রাজধানী জুড়ে জোর জল্পনা, সম্ভবত এই বৈঠকেই দলের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব ভাইস প্রেসিডিন্ট রাহুলের পদোন্নতি হতে চলেছে।   

কংগ্রেসের লাগাতার পতনের জন্য দলের একাংশের মধ্যে যতই ৪৪ বছরের যুবরাজের বিরুদ্ধে ক্ষোভ জন্ম নিক না কেন, এখনও কংগ্রেসের শীর্ষ নেতারা রাহুলের উপরই ভরসা রাখতে চাইছেন।

 

 

.