মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামলেন আন্না, সঙ্গে কেজরিওয়ালও
Updated By: Feb 23, 2015, 11:30 AM IST
ওয়েব ডেস্ক: জমি অর্ডিন্যান্সের বিরোধিতায় মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামলেন আন্না হাজারে। দিল্লির যন্তর মন্তরে আজ থেকে দুদিনের বিক্ষোভ কর্মসূচিতে সামিল হবেন তিনি। আন্নার অভিযোগ, মোদী সরকার যে জমি অধিগ্রহণ অর্ডিন্যান্স এনেছে তা কৃষকদের স্বার্থ বিরোধী। অর্ডিন্যান্স প্রত্যাহারের দাবিতে সবপক্ষকে একযোগে সরব হতে আহ্বান জানিয়েছেন তিনি।
আন্না হাজারের ধরনায় সামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অরবিন্দ কেজরিওয়াল সহ আম আদমি পার্টির নেতারাও। তবে, দিল্লির মুখ্যমন্ত্রী মঞ্চে ওঠার অনুমতি পাবেন না। আন্না স্পষ্ট করে দিয়েছেন কেজরিওয়ালকে বসতে হবে আম আদমির সঙ্গেই। কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী ধরনায় যোগ দিলে, তাঁকেও আম আদমির সঙ্গে বসতে হবে বলেই জানিয়ে দিয়েছেন প্রবীণ গান্ধীবাদী সমাজকর্মী।