গালওয়ানে রাহুল রাজনীতি করছেন, আহত জওয়ানের বাবার বক্তব্য হাতিয়ার শাহের
শুক্রবার সর্বদলীয় বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ভারতীয় সীমান্ত পেরিয়ে কেউ ঢুকে বসে নেই।
নিজস্ব প্রতিবেদন: সীমান্ত পেরিয়ে কেউ আসেনি? প্রধানমন্ত্রীর এমন বক্তব্য নিয়েই শুরু হয়েছে রাজনীতির তরজা। রাহুল গান্ধী প্রশ্ন ছুড়ে দিয়েছেন, চিন এদেশে না ঢুকলে কীভাবে ভারতীয় সেনার মৃত্যু হল? তার পাল্টা আহত জওয়ানের বক্তব্য টুইট করে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে বিঁধলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বার্তা, 'গোটা দেশের ঐক্যবদ্ধ হওয়ার সময় এখন। সংকীর্ণ রাজনীতির উর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে দেশের পাশে দাঁড়ান রাহুল গান্ধী।'
শুক্রবার সর্বদলীয় বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ভারতীয় সীমান্ত পেরিয়ে কেউ ঢুকে বসে নেই। উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। রাহুল গান্ধী এদিন টুইটারে প্রশ্ন করেন, চিন আগ্রাসনের সামনে ভারতীয় ভূখণ্ড সঁপে দিয়েছেন প্রধানমন্ত্রী। ভূখণ্ড চিনের হলে কেন আমাদের সেনাকে মারা হল? মারা হল কোথায়?
PM has surrendered Indian territory to Chinese aggression.
If the land was Chinese:
1. Why were our soldiers killed?
2. Where were they killed? pic.twitter.com/vZFVqtu3fD— Rahul Gandhi (@RahulGandhi) June 20, 2020
সংবাদ সংস্থা এএনআই-র একটি ভিডিয়োয় টুইট করে রাহুলকে বেঁধেন অমিত শাহ। ওই ভিডিয়োয় শোনা যাচ্ছে আহত জওয়ানের বাবা বলছেন, ''ভারতীয় সেনা শক্তিশালী। চিনকে হারাতে সক্ষম। রাহুল গান্ধী নেতাগিরি করবেন না। এটা রাজনীতি নয়। আমার ছেলে লড়াই করেছে। ভগবানের কৃপায় সুস্থ হওয়ার পর আবার লড়াই করবে।''
The Indian Army is a strong army and can defeat China. Rahul Gandhi don’t indulge in politics in this...my son fought in the army and will continue fighting in the army: Father of injured Indian soldier who fought in #GalwanValleyClash (Amateur Video Source) pic.twitter.com/uGOdM2dJkM
— ANI (@ANI) June 20, 2020
ওই ভিডিয়োটি টুইটে জুড়ে অমিত শাহ লিখেছেন, রাহুল গান্ধী, এক সাহসী জওয়ানের বাবার বার্তা স্পষ্ট। এখন গোটা দেশের ঐক্যবদ্ধ হওয়ার সময়। আপনিও সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে দেশের পাশে দাঁড়ান।
A brave armyman’s father speaks and he has a very clear message for Mr. Rahul Gandhi.
At a time when the entire nation is united, Mr. Rahul Gandhi should also rise above petty politics and stand in solidarity with national interest. https://t.co/BwT4O0JOvl
— Amit Shah (@AmitShah) June 20, 2020
বলে রাখি, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জানিয়েছিলেন, সীমান্ত পেরিয়ে কেউ ঢুকে বসেনি। দখল করা হয়নি ভারতের সেনাছাউনিও। উপযুক্ত জবাব দেওয়া হয়েছে।
আরও পড়ুন- সীমান্ত পেরিয়ে কেউ আসেনি, মোদীর বক্তব্যের ব্যাখ্যা দিল প্রধানমন্ত্রীর দফতর