রবিবার সূর্যগ্রহণ, জেনে নিন দেশের কোথায় কখন তা দেখা যাবে
বলয়গ্রাস সূর্যগ্রহণে তৈরি হয় একটি রিং অব ফায়ার। সেটির সামান্য অংশ ভারতের গুটিকয় জায়গা থেকে দেখা যাবে
নিজস্ব প্রতিবেদন: এবছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে আগামিকাল রবিবার। এটি হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। ভারতের প্রায় সব জায়গা থেকেই গ্রহণ দেখা যাবে। তবে পশ্চিমবঙ্গ থেকে গ্রহণের পূর্ণ দশা দেখা যাবে না।
বলয়গ্রাস সূর্যগ্রহণে তৈরি হয় একটি রিং অব ফায়ার। সেটির সামান্য অংশ ভারতের গুটিকয় জায়গা থেকে দেখা যাবে। রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ডের কিছু অংশ থেকে তা দেখা যাবে। এটি স্পষ্ট দেখা যাবে আফ্রিকার কিছু অংশে।
আরও পড়ুন-করোনা থেকে একবার সেরে ওঠার পর কতদিন পর্যন্ত সুরক্ষিত আপনি? ইঙ্গিত মিলল সমীক্ষায়
সূর্যগ্রহণের সময়সূচি
আংশিক গ্রহণ শুরু হবে সকাল ৯.১৫ মিনিট নাগাদ।
পূর্ণ দশা দেখা যাবে ১২.১০ মিনিট নাগাদ।
পূর্ণ দশা শুরু হবে ১০.১৭ মিনিট নাগাদ।
আংশিক দশার শেষ বিকেল ৩.০৪ নাগাদ।
কলকাতায় আংশিক দশা শুরু হবে সকাল ১০.৪৬ নাগাদ।
দিল্লিতে সকাল ১০.২০ নাগাদ।
আহমেদাবাদে সকাল ১০.০৪ নাগাদ।
বেঙ্গালুরু সকাল ১০.১৩ নগাদ।
জয়পুর সকাল ১০.১৪ নাগাদ।