‘চিরকুট না দেখে কংগ্রেস সরকারের সাফল্য সম্পর্কে ১৫ মিনিট বলে দেখান’, রাহুলকে চ্যালেঞ্জ মোদীর

কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে কংগ্রেসকে জোরাল আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। তাঁর আক্রমণের নিশানায় শুধু কংগ্রেসই নয়, চলে এলেন খোদ রাহুল গান্ধী।

Updated By: May 1, 2018, 01:36 PM IST
‘চিরকুট না দেখে কংগ্রেস সরকারের সাফল্য  সম্পর্কে ১৫ মিনিট বলে দেখান’, রাহুলকে চ্যালেঞ্জ মোদীর

নিজস্ব প্রতিবেদন: কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে কংগ্রেসকে জোরাল আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। তাঁর আক্রমণের নিশানায় শুধু কংগ্রেসই নয়, চলে এলেন খোদ রাহুল গান্ধী।

মঙ্গলবার কর্ণাটকের মাইসুরুর সান্থেমারাহালিতে এক সভায় বলেন, ‘কংগ্রেস আজ এমন একজনের দ্বারা পরিচালিত হচ্ছে ‌যাঁর এই দেশের ইতিহাস সম্পর্কে কোনও জ্ঞানই নেই। এমনকি তিনি জাতীয় সংগীত বন্দেমাতরমও ঠিকঠাক জানেন না। দলের কর্মীরা কী বলেন তাও তিনি বুঝতে পারেন না।’

আরও পড়ুন-প্রকাশ্যে আলিঙ্গন করার 'অপরাধে' মহানগরীর বুকে হেনস্থা হলেন তরুণ-তরুণী

উন্নয়ণের প্রসঙ্গ টেনেও কংগ্রেসকে আত্রমণ করেন মোদী। তিনি বলেন, ‘কংগ্রেস সভাপতি থাকাকালীন ২০০৫ সালে মনমোহন সিং প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০০৯ সালের মধ্যে কর্ণাটকের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। এখন রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী কি জাবাব দেবেন কেন বিদ্যুতায়ন হল না?’

রাহলকে সরাসরি নিশানা করে মোদী আরও বলেন, ‘কংগ্রেস সভাপতি বলেছেন তিনি সংসদে ১৫ মিনিট বলার সু‌যোগ পেলে মোদীজি বসে থাকতে পারবেন না। উনি ঠিকই বলেছেন। আমার মতো একজন সাধারণ মানুষ ‌যিনি ভালোভাবে পোশাকও পরেন না তিনি ওঁর সঙ্গে বসবেন কি করে! তবে ওঁকে চ্যালেঞ্জ, কাগজে লেখা না দেখে উনি পনের কর্ণাটকের কংগ্রেস সরকারের সাফল্য সম্পর্কে মিনিট বক্তৃতা দিয়ে দেখান। ভাষাটা কোনও ব্যাপার নয়, হিন্দি, কন্নড় কিংবা ওঁর মাতৃভাষাতেও বলতে পারেন।’

আরও পড়ুন-প্রকাশ্যে আলিঙ্গন করার 'অপরাধে' মহানগরীর বুকে হেনস্থা হলেন তরুণ-তরুণী

উল্লেখ্য, কর্ণাটক বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ১২ মে। ভোট গণনা করা হবে ১৫ মে। দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পাকে নিয়ে মঙ্গলবার ৫টি সভা করার পরিকল্পনা রয়েছে মোদীর। মাইসুরুর জনসভায় তিনি বলেন, কর্ণাটক বিধানসভা নির্বাচন দিল্লিতেও শোরগোল ফেলেছে। এরাজ্যে বিজেপি হাওয়া নেই। বরং বিজেপি ঝড় রয়েছে।

.