রাহুলের নৈশভোজে বিজেপির সাজানো ছক বানচালের প্রাথমিক আলোচনায় বিরোধী ঐক্যের নেতারা

গুজরাটের ভোটের রেজাল্ট দেখে নেওয়ার পর কী হবে রণনীতি? সংসদে কীভাবে বিজেপির সাজানো ছক বানচাল করা হবে? রাহুলের নৈশভোজে তারই প্রাথমিক আলোচনা সেরে নিলেন বিরোধী ঐক্যের নেতারা। যদিও একে নতুন সভাপতির সৌজন্য সাক্ষাত্‍ হিসেবেই প্রচার করছে কংগ্রেস।

Updated By: Dec 18, 2017, 09:11 AM IST
রাহুলের নৈশভোজে বিজেপির সাজানো ছক বানচালের প্রাথমিক আলোচনায় বিরোধী ঐক্যের নেতারা

নিজস্ব প্রতিবেদন: গুজরাটের ভোটের রেজাল্ট দেখে নেওয়ার পর কী হবে রণনীতি? সংসদে কীভাবে বিজেপির সাজানো ছক বানচাল করা হবে? রাহুলের নৈশভোজে তারই প্রাথমিক আলোচনা সেরে নিলেন বিরোধী ঐক্যের নেতারা। যদিও একে নতুন সভাপতির সৌজন্য সাক্ষাত্‍ হিসেবেই প্রচার করছে কংগ্রেস।

আরও পড়ুন : গুজরাট-হিমাচল ভোটযুদ্ধ, গণনার শুরুতেই পদ্মশিবিরে ক্রমশ বাড়ছে রক্তচাপ LIVE UPDATES

রবিবার রাতে রাহুল গান্ধীর বাসভবনে আমন্ত্রিত ছিলেন কংগ্রেসের সব সাংসদ, প্রদেশ সভাপতি, AICC ও ওয়ার্কিং কমিটির সদস্যরা। বিরোধী ঐক্যের নেতা যেমন সীতারাম ইয়েচুরি, D রাজা, প্রফুল প্যাটল, ডেরেক ওব্রায়েন, শরদ যাদব, রামগোপাল যাদব, লালুকন্যা মিসা ভারতী রাহুলের আমন্ত্রণ গ্রহণ করেন। কংগ্রেসের সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও নৈশভোজে যোগ দেন।

আরও পড়ুন : কংগ্রেস সভাপতির দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি রাহুল গান্ধীর

.