দাম বাড়ছে ডাল, ভোজ্য তেলের

মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষদের জন্য খারাপ খবর। দাম বাড়তে চলেছে বিভিন্ন ডাল এবং ভোজ্য তেলের।

Updated By: Sep 21, 2016, 01:50 PM IST
দাম বাড়ছে ডাল, ভোজ্য তেলের

ওয়েব ডেস্ক: মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষদের জন্য খারাপ খবর। দাম বাড়তে চলেছে বিভিন্ন ডাল এবং ভোজ্য তেলের।

কেন্দ্র স্টক হোল্ডিং লিমিট সম্প্রসারিত করার জন্য দাম বাড়তে চলেছে অত্যন্ত প্রয়োজনীয় এই সমস্ত দ্রব্যগুলির। এই মাসেরই শেষে পণ্য ব্যবসায়ীদের স্টক হোল্ডিং লিমিট শেষ হয়ে যাচ্ছে। সেই কারণেই মূলত দাম বাড়তে চলেছে। রিটেল মার্কেটে ডাল এবং ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির আরও বড় কারণ হল এ বছর মহারাষ্ট্রের খরা। ওই সমস্ত রাজ্যগুলি থেকে পণ্য আমদানী করেই সারা দেশ চলে।

আরও পড়ুন ভোডাফোনের দারুন ফ্লেক্স প্রিপেড প্যাক

আরও পড়ুন যে তিন নেতাদের কারণে সবথেকে বেশি মানুষ মারা যাচ্ছে রোজ

.