২০১৭ থেকে আর পৃথক রেল বাজেট নয়

ছয় দশকের ট্র্যাডিশনে ইতি। আর পৃথকভাবে রেল আর সাধারণ বাজেট পেশ নয়। সাধারণ বাজেটের মধ্যেই পেশ করা হবে রেল বাজেট। অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

Updated By: Sep 21, 2016, 01:27 PM IST
২০১৭ থেকে আর পৃথক রেল বাজেট নয়

ওয়েব ডেস্ক : ছয় দশকের ট্র্যাডিশনে ইতি। আর পৃথকভাবে রেল আর সাধারণ বাজেট পেশ নয়। সাধারণ বাজেটের মধ্যেই পেশ করা হবে রেল বাজেট। অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

এতদিন ফেব্রুয়ারির শেষ সপ্তাহে প্রথমে রেল বাজেট, তারপরে সাধারণ বাজেট ঘোষণা হোত। সেই ট্র্যাডিশন বদলাতে চলেছে নরেন্দ্র মোদীর সরকার। আগামী ফেব্রুয়ারিতে সাধারণ বাজেটের মধ্যেই পেশ করা হবে রেল বাজেট।

নীতি আয়োগের দুই সদস্যের এক কমিটি রেল বাজেটকে সাধারণ বাজেটের সঙ্গে মিশিয়ে দেওয়ার সুপারিশ করেছিল। আর এর পরই এই সিদ্ধান্তকে কার্যকারী করার ব্যাপারে পদক্ষেপ নেওয়া শুরু হয়। অর্থ মন্ত্রকের তরফে পাঁচ সদস্যের এক কমিটি তৈরি করা হয়। শুরু হয় আলোচনা-পর্যালোচনা। শেষমেশ নীতি আয়োগের সুপারিশে গ্রিন সিগন্যান দিল কেন্দ্র।

.