“গ্রামোন্নয়নই সরকারের মূল লক্ষ্য”, সংসদে যৌথ অধিবেশনে বললেন রাষ্ট্রপতি; Highlights

আজ থেকে শুরু হল ২০১৬-১৭ আর্থিক বর্ষের বাজেট অধিবেশন। অধিবেশনের শুরুতেই সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

Updated By: Feb 23, 2016, 12:41 PM IST
“গ্রামোন্নয়নই সরকারের মূল লক্ষ্য”, সংসদে যৌথ অধিবেশনে বললেন রাষ্ট্রপতি; Highlights
সৌজন্যে লোকসভা টিভি

ওয়েব ডেস্ক : আজ থেকে শুরু হল ২০১৬-১৭ আর্থিক বর্ষের বাজেট অধিবেশন। অধিবেশনের শুরুতেই সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

একনজরে কী বললেন রাষ্ট্রপতি-

“গ্রামোন্নয়ন সরকারের মূল লক্ষ্য”

“ই –গভর্ন্যান্সে সাফল্য এসেছে”

“প্রশাসনকে আরও সচল করতে উদ্যোগ”

“একাধিক মন্ত্রক একযোগে কাজ করছে”

“শিশু চিকিত্সায় বিশেষ নজর”

“২ লাখ অঙ্গনওয়াড়ি কেন্দ্র”

“অপুষ্টি দূরীকরণে উদ্যোগ”

“HIV নিয়ন্ত্রণে জোর”

“শুধু আর্থিক উন্নয়ন নয়, সামাজিক উন্নয়ন”

“সকলের সঙ্গে, সকলের বিকাশ সরকারের মূল মন্ত্র”

“দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে আরও শহর”

“জনধন যোজনা সফল”

“সৌরশক্তি এখন আয়ত্তের মধ্যে”

“ট্রেনে সবুজ শৌচাগারের সংখ্যা বেড়েছে”

“কয়লা ব্লক বণ্টন থেকে খনি নিলামে স্বচ্ছতা এসেছে”

“কালো টাকা ফিরিয়ে আনতে উদ্যোগী সরকার”

“আয়কর দেওয়া এখন অনেক সহজ”

“ডাকঘর সঞ্চয়ে আগ্রহ বেড়েছে, আগ্রহ বেড়েছে স্বল্প সঞ্চয়ে”

“সন্ত্রাসবাদ এখন বিশ্বের সমস্যা”

“ভারতও সন্ত্রাসবাদের শিকার”

“সীমান্তে লাগাতার সন্ত্রাস চলছে”

“ভারত পরিস্থিতি মোকাবিলায় তৈরি”

“সেনাবাহিনীর হাতে সর্বাধুনিক অস্ত্র”

“যুদ্ধবিমানে মহিলাদের নিয়োগ”

“সেনার শর্ট সার্ভিস কমিশনে মহিলারা”

“মহিলা ও শিশু নিরাপত্তা সর্বাধিক অগ্রাধিকারে”

"বিদেশনীতিতেও সময়োপযোগী পদক্ষেপ"

"বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি"

"প্রতিবেশী দেশের নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ"

“রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারত”

“ইয়েমেনে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে ফেরানো হয়েছে”

.