আজ সংসদে শুরু বাজেট অধিবেশন
আজ থেকে সংসদে শুরু বাজেট অধিবেশন। জেএনইউ কাণ্ড, রোহিত ভেমুলা থেকে পাঠানকোট। সব ইস্যু নিয়েই এই অধিবেশনে ঝড় উঠতে চলেছে। অন্যদিকে সংসদ সচল রাখতে কৌশলী হয়েছে সরকার পক্ষও। বাজেট অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশে মরিয়া হয়ে রয়েছে মোদী সরকার। আগেও বিরোধীদের চাপে আটকে যায় পণ্য পরিষেবা , আবাসন, অ্যান্টি- হাইজ্যাকিং বিল গুলি। এই পরিস্থিতিতে সুষ্ঠু অধিবেশনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেন্দ্রের সামনে। তবে, এককাট্টা হয়ে রয়েছে বিরোধী দলগুলিও। গুরুত্বপূর্ণ সব ইস্যুগুলিতে আলোচনার আগে কোনওভাবেই বিল পাস নয়। হুঁশিয়ারি দিয়ে রেখেছে কংগ্রেস।
ওয়েব ডেস্ক: আজ থেকে সংসদে শুরু বাজেট অধিবেশন। জেএনইউ কাণ্ড, রোহিত ভেমুলা থেকে পাঠানকোট। সব ইস্যু নিয়েই এই অধিবেশনে ঝড় উঠতে চলেছে। অন্যদিকে সংসদ সচল রাখতে কৌশলী হয়েছে সরকার পক্ষও। বাজেট অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশে মরিয়া হয়ে রয়েছে মোদী সরকার। আগেও বিরোধীদের চাপে আটকে যায় পণ্য পরিষেবা , আবাসন, অ্যান্টি- হাইজ্যাকিং বিল গুলি। এই পরিস্থিতিতে সুষ্ঠু অধিবেশনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেন্দ্রের সামনে। তবে, এককাট্টা হয়ে রয়েছে বিরোধী দলগুলিও। গুরুত্বপূর্ণ সব ইস্যুগুলিতে আলোচনার আগে কোনওভাবেই বিল পাস নয়। হুঁশিয়ারি দিয়ে রেখেছে কংগ্রেস।