আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করতেই বিদেশ সফর: রাষ্ট্রপতি

নিজের ইচ্ছেয় নয়, ভারত সরকারের অনুরোধেই বিদেশ সফর করেছেন তিনি। বিভিন্ন দেশের সঙ্গে কৌশলগত সম্পর্কের উন্নয়নেই তাঁর এইসব সফর। রাষ্ট্রপতি হিসেবে শেষ বিদেশ সফরে এমনই মন্তব্য করলেন প্রতিভা পাতিল। তাঁর বিদেশ সফর নিয়ে তৈরি সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষিতেই রাষ্ট্রপতির এই মন্তব্য বলে মনে করা হচ্ছে।

Updated By: Apr 30, 2012, 09:10 AM IST

নিজের ইচ্ছেয় নয়, ভারত সরকারের অনুরোধেই বিদেশ সফর করেছেন তিনি। বিভিন্ন দেশের সঙ্গে কৌশলগত সম্পর্কের উন্নয়নেই তাঁর এইসব সফর। রাষ্ট্রপতি হিসেবে শেষ বিদেশ সফরে এমনই মন্তব্য করলেন প্রতিভা পাতিল। তাঁর বিদেশ সফর নিয়ে তৈরি সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষিতেই রাষ্ট্রপতির এই মন্তব্য বলে মনে করা হচ্ছে।
রিপোর্টে প্রকাশ, রাষ্ট্রপতি হিসাবে প্রতিভা পাতিলই সবথেকে বেশি বিদেশ সফর করেছেন। তাঁর বিদেশ সফরের জন্য খরচ হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। পঁচিশে জুলাই রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হচ্ছে প্রতিভা পাতিলের। তার আগে রাষ্ট্রপতির দাবি, সাম্প্রতিক পরিস্থিতিতে কোনও দেশই একলা চলতে পারে না। অন্যান্য দেশের সঙ্গে অর্থনৈতিক, শিক্ষাগত এবং সাংস্কৃতিক মেলবন্ধন দরকারি। সেদিক থেকে তাঁর বিদেশ সফরগুলি সফল।

.