পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে বাড়বে হিংসা, আশঙ্কা সিপিআইএম কেন্দ্রীয় কমিটির

আজ সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকের শেষ দিন। মূলত, ত্রিপুরায় আসন্ন নির্বাচন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, রাজ্যজুড়ে বেড়ে চলা রাজনৈতিক হিংসা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসবে রাজনৈতিক হিংসার ঘটনা আরও বড়বে বলেই মত বামেদের। এই পরিস্থিতিতে জেলায় জেলায় সংগঠনকে মজবুত করতে কী রণকৌশল নেওয়া হবে তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। এছাড়াও দেশজুড়ে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বামেরা কী কী বিষয়ে প্রচার করবেন আলোচনা হয়েছে তানিয়েও।

Updated By: Jan 19, 2013, 07:42 PM IST

আজ সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকের শেষ দিন। মূলত, ত্রিপুরায় আসন্ন নির্বাচন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, রাজ্যজুড়ে বেড়ে চলা রাজনৈতিক হিংসা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসবে রাজনৈতিক হিংসার ঘটনা আরও বড়বে বলেই মত বামেদের। এই পরিস্থিতিতে জেলায় জেলায় সংগঠনকে মজবুত করতে কী রণকৌশল নেওয়া হবে তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। এছাড়াও দেশজুড়ে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বামেরা কী কী বিষয়ে প্রচার করবেন আলোচনা হয়েছে তানিয়েও।
তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই আক্রান্ত হচ্ছেন বাম কর্মীরা। গত দেড়বছরে তৃণমূলের হামলায় পঁচাশিজন সিপিআইএম কর্মীর মৃত্যু হয়েছে। তৃণমূলের হিংসার নবতম সংযোজন রেজ্জাক মোল্লার ওপর হামলা। সব হামলাই সংঘটিত হচ্ছে তৃণমূল সরকারের মদতে। এমনই অভিযোগ সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাটের। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এইধরনের হিংসা অব্যাহত থাকবে বলেই আশঙ্কা প্রকাশ করেন তিনি।

.