সুপ্রিম কোর্টের `না` ভোটের অধিকারে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলির

`না` ভোটের অধিকার নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলির। রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি। যদিও সংসদকে এড়িয়ে নেওয়া সিদ্ধান্তে খুশি নয় সিপিআইএম। কোনও কেন্দ্রে অনিচ্ছুক ভোটাররা সংখ্যা গরিষ্ঠ হলে কী হবে? তা নিয়ে সংশয়ে কংগ্রেস।

Updated By: Sep 27, 2013, 07:01 PM IST

`না` ভোটের অধিকার নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলির। রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি। যদিও সংসদকে এড়িয়ে নেওয়া সিদ্ধান্তে খুশি নয় সিপিআইএম। কোনও কেন্দ্রে অনিচ্ছুক ভোটাররা সংখ্যা গরিষ্ঠ হলে কী হবে? তা নিয়ে সংশয়ে কংগ্রেস।
`না` ভোটের অধিকারে হ্যাঁ বলেছে সুপ্রিম কোর্ট। রায়কে স্বাগত জানিয়েছে, রাজনৈতিক মহলের একাংশ। 
তবে সংসদকে এড়িয়ে নেওয়া সিদ্ধান্তে খুশি নয় সিপিআইএম।
সু্প্রিম কোর্টের এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলেছেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়।
পঞ্চাশ শতাংশের বেশি ভোটার প্রার্থী প্রত্যাখ্যান করলে কি আবার ভোট হবে?
 
কোনওটাই নয়, এই বোতামে সবচেয়ে বেশি জনমত পড়লে কি বাতিল করা হবে ভোট? 
সুপ্রিম কোর্টের রায় নিয়ে ঝড় উঠতে পারে সংসদে। একাধিক রাজনৈতিক দলের নেতাদের কথায় সেই ইঙ্গিত মিলেছে।
 

.