Sheikh Hasina Niece: চাপের মুখে ব্রিটেনে মন্ত্রিত্ব থেকে ইস্তফা শেখ হাসিনার বোনঝি টিউলিপের, কী অভিযোগ?

Sheikh Hasina Niece: ফ্ল্যাট উপহার নিয়ে বিপাকে পড়েছিলেন টিউলিপ। তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটিও গঠিত হয়  

Updated By: Jan 15, 2025, 11:28 AM IST
Sheikh Hasina Niece: চাপের মুখে ব্রিটেনে মন্ত্রিত্ব থেকে ইস্তফা শেখ হাসিনার বোনঝি টিউলিপের, কী অভিযোগ?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রিটিশ পার্লামেন্ট থেকে শেষপর্য়ন্ত ইস্তফা দিতেই হল শেখ হাসিনার বোনঝি টিউলিপ সিদ্দিককে। শেখ হাসিনা ঘনিষ্ঠ এক ব্য়বসায়ী লন্ডনে টিউলিপকে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন। সেই খরব ফাঁস হয়ে যাওয়ার পরই প্রবল চাপে পড়ে যান টিউলিপ। এর পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অসংগতির অভিযোগ রয়েছে। এনিয়ে তদন্ত শুরু করে ব্রিটিশ মন্ত্রিসভার একটি কমিটি।

আরও পড়ুন-নির্বাচনের মুখে ফের বিপাকে কেজরিওয়াল, আর্থিক তছরুপ মামলায় ইডিকে পদক্ষেপ করতে নির্দেশ কেন্দ্রের

অভিযোগ, লন্ডনে হাসিনা ঘনিষ্ঠের কাছ থেকে উপহার নেওয়া ছাড়াও; সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের ২ টিকিট নিয়েছিলেন টিউলিপ। এছাড়া তার বিরুদ্ধে অন্যান্য আরও আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। এসবের মধ্যে দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছিল। তারা বলছিল, টিউলিপের ওপর ব্রিটেনের দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তারই নাম দুর্নীতির সঙ্গে জড়িয়েছে। এতে তিনি মন্ত্রীর দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়েছেন।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে মধ্যস্থতা করার অভিযোগ রয়েছে। ২০১৩ সালে মস্কো সফরের প্রসঙ্গে ব্রিটিশ তদন্ত কমিটির উপদেষ্টা লরি ম্যাগনাস জানান, একটি ছবিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টিউলিপের মাসি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর ছবি রয়েছে তাতে স্পষ্ট যে, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে কোনও আন্তঃসরকারি আলোচনায় বা কোনও ধরণের সরকারি ভূমিকায় তাঁর কোনও সম্পৃক্ততা ছিল না।

ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসের খবর অনুযায়ী এক বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি ফ্ল্যাট উপহার নেন টিউলিপ। ২০০৪ সালে দেওয়া ওই ফ্যাট দেওয়ার সময়ে মন্ত্রী বা সাংসদ ছিলেন না টিউলিপ।  এনিয়ে টিউলিপ লরি ম্য়াগনাকে লেখেন, মন্ত্রিত্বের কোনও কোড তিনি ভাঙেননি। কোনও অসাধু উপায়ে ওই ফ্ল্যাটে থাকার কোনও প্রমাণও নেই। কারও কাছ থেকে কোনও আর্থিক সুবিধে তিনি নেননি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.