করোনার যুদ্ধে ব্যক্তিগত সঞ্চয় থেকে ২৫ হাজার দান করলেন প্রধানমন্ত্রীর মা

রোনার জেরে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে  PM CARES Fund-এর গঠন করেছে কেন্দ্রীয় সরকার।

Updated By: Apr 1, 2020, 12:09 AM IST
করোনার যুদ্ধে ব্যক্তিগত সঞ্চয় থেকে ২৫ হাজার দান করলেন প্রধানমন্ত্রীর মা

নিজস্ব প্রতিবেদন:করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলেন প্রধানমন্ত্রীর মা। ব্যক্তিগত সঞ্চয় থেকে ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য দিলেন হীরাবা।  

শনিবার করোনা মোকাবিলায় দেশবাসীর কাছে আর্থিক সাহায্য চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঠন করেছেন  PM-CARES Fund। ওই তহবিলে আর্থিক সাহায্য করছেন সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ। এবার নিজের সঞ্চয় থেকে সহযোগিতা করলেন প্রধানমন্ত্রীর মা-ও। দিলেন ২৫ হাজার টাকা। 

করোনার জেরে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে  PM CARES Fund-এর গঠন করেছে কেন্দ্রীয় সরকার। ওই ট্রাস্টের চেয়ারম্যান খোদ প্রধানমন্ত্রী।  প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী হলেন সদস্য। PM CARES Fund-এ  সাধ্যমতো আর্থিক সহযোগিতা করছেন দেশবাসী। তবে ওই তহবিলে নয়, Prime Minister's National Relief Fund (PMNRF)-এ ৫ লক্ষ টাকা দান করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের আপত্কালীন তহবিলে দিয়েছেন ৫ লক্ষ। টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ''করোনার বিরুদ্ধে দেশের লড়াইয়ে আমার সীমিত সাধ্যের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা দিলাম। পশ্চিমবঙ্গ আপত্কালীন ত্রাণ তহবিলে দিলাম আরও ৫ লক্ষ টাকা।'' 

গুজরাটের গান্ধীনগরের কাছে থাকেন প্রধানমন্ত্রী মা হীরাবা। রবিবার জনতা কার্ফুর দিন মোদীর ডাকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে চিকিত্সক, নার্সদের কুর্নিশ জানাতে থালা বাজিয়েছিলেন তিনি। 

আরও পড়ুন- করোনার মাঝে PPF-সহ স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার কমাল কেন্দ্র 

 

.