PM Modi: 'ক্ষমতায় ফিরে দেশের অর্থনীতিকে ৩ নম্বরে নিয়ে যাব', চব্বিশে 'গ্যারান্টি' মোদীর!

সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে মণিপুর ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা আনল ইন্ডিয়া জোট। 

Updated By: Jul 26, 2023, 11:54 PM IST
PM Modi: 'ক্ষমতায় ফিরে দেশের অর্থনীতিকে ৩ নম্বরে নিয়ে যাব', চব্বিশে 'গ্যারান্টি' মোদীর!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর ঘুরলেই লোকসভা ভোট। প্রধানমন্ত্রী পদে তৃতীয় দফায় দেশে অভূতপূর্ব উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন মোদী। বললেন, 'বিশ্বের প্রথম ৩ অর্থনীতির অন্যতম হবে ভারত'।

আরও পড়ুন: Raghav Chadha | AAP: রাঘব চাড্ডাকে কাকের ঠোক্কর! বিজেপির কটাক্ষ,'ঝুট বোলে কাউয়া কাটে'

 নবরূপে সেজে উঠেছে দিল্লির ঐতিহ্যবাহী প্রগতি ময়দান। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 'পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, ভারতের পরিকাঠামোয় বদল আসছে। বিশ্বের সবচেয়ে উঁচু রেলব্রিজ, সর্বোচ্চ উচ্চতায় দীর্ঘতম দীর্ঘতম সুড়ঙ্গ, সবচেয়ে বড় স্টেডিয়াম, সবকিছুই এখন ভারতে'।

আর অর্থনীতি? মোদী বলেন, 'আমাদের প্রথম দফায় অর্থনীতির নিরিখে দশম স্থানে ছিল ভারত। আমাদের দ্বিতীয় দফায় এখন পঞ্চম বৃহত্তম অর্থনীতি। আমি দেশবাসী বলতে চাই, তৃতীয় দফায় অর্থনীতি বিশ্বের প্রথম তিনে থাকবে। আমার তৃতীয় দফায় বিশ্বের প্রথম ৩  অর্থনীতির তালিকায় থাকবে ভারত। এটাই মোদীর গ্যারান্টি'।

এদিকে ২০২৪-এ বিজেপির বিরুদ্ধে লড়বে  I.N.D.I.A। বেঙ্গালুরুতে মেগা বৈঠকে জোটের নাম চূড়ান্ত করে ফেলেছে বিরোধীরা। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। সংক্ষেপে, I.N.D.I.A। শুধু তাই নয়, সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে মণিপুর ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা আনল ইন্ডিয়া জোট। জোটের হয়ে লোকসভার স্পিকারের কার্যালয়ে নোটিশ জমা দিলেন  কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ। আলাদাভাবে অনাস্থা প্রস্তাব পেশ করেছে কে চন্দ্রশেখর রাওয়ের BRS-ও। 

আরও পড়ুন: Manipur Violence | India March: চাপ বাড়িয়ে এবার ২৬ দলের প্রতিনিধি যাচ্ছে মণিপুর

মণিপুরে জাতি হিংসা নিয়ে উত্তপ্ত সাংসদ। প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে উভয় কক্ষেই সরব হয়েছিলেন বিরোধী মহাজোটে সাংসদরা। সংসদীয় রীতি অনুযায়ী, ৫০ জন সাংসদ একসঙ্গে অনাস্থা প্রস্তাব আনলে, তা মানতে বাধ্য লোকসভা স্পিকার। সেই নিয়মে এবার গৃহীত হল অনাস্থা প্রস্তাব।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.