সম্ভাব্য মন্ত্রীদের নামের তালিকা

রাষ্ট্রপতি ভবনে জমা পড়ল সম্ভাব্য মন্ত্রীদের নামের তালিকা--এক নজরে দেখে নেওয়া যাক-- কারা কার মন্ত্রী হচ্ছেন এবং কী মন্ত্রক পেতে চলেছেন।

Updated By: May 26, 2014, 10:46 AM IST

-------------------------------------------
রাষ্ট্রপতি ভবনে জমা পড়ল সম্ভাব্য মন্ত্রীদের নামের তালিকা--এক নজরে দেখে নেওয়া যাক-- কারা কার মন্ত্রী হচ্ছেন এবং কী মন্ত্রক পেতে চলেছেন।

মোদীর মন্ত্রিসভায় সম্ভাব্য মন্ত্রীরা---
রাষ্ট্রমন্ত্রীর তালিকায় রয়েছেন ১৬ জন।

স্বরাষ্ট্রমন্ত্রী-রাজনাথ সিং
বিদেশ মন্ত্রী- সুষমা স্বরাজ
অর্থমন্ত্রী-অরুন জেটলি
কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী -বেঙ্কাইয়া নাইডু
টেলিযোগাযোগ মন্ত্রী- নীতীন গড়কড়ি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী-রবিশঙ্কর প্রসাদ/স্মৃতি ইরানি

প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান-অরুন শৌরি
স্বাস্থ্যমন্ত্রী-হর্ষবর্ধন

১৮জন ক্যাবিনেট মন্ত্রী
(ক্যাবিনেট মন্ত্রী হচ্ছেন-মানেকা গান্ধী (পরিবেশ),অনন্ত কুমার, ভেঙ্কাইয়া নাইডু, অশোক রাজু (টিডিপি),অনন্ত গিতে (শিবসেনা), চন্দ্রবাবু নাইডু (টিডিপি)।

রাজ্য থেকে হয়তো মন্ত্রী হচ্ছেন বাবুল সুপ্রিয়

মন্ত্রী হচ্ছেন না- মুরলী মনোহর যোশী, লালকৃষ্ণ আদবানী।
লোকসভার স্পিকার-সুমিত্রা মহাজন/কারিয়া মুন্ডা

বিজেপির নতুন সভাপতি হচ্ছেন জেপি নাড্ডা।

.