আফ্রিকার এই দেশকে কয়েকশো গরু উপহার দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

মঙ্গলবার রোয়ান্ডা থেকে উগান্ডায় পৌঁছাবেন মোদী। গত ২১ বছর পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশে ‌যাবেন

Updated By: Jul 23, 2018, 06:18 PM IST
আফ্রিকার এই দেশকে কয়েকশো গরু উপহার দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নিজস্ব প্রতিবেদন: পাঁচ দিনের আফ্রিকার তিন দেশ সফরে সোমবার রোয়ান্ডা রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়ে কথাবার্তার পাশাপাশি মোদীর এই সফরের উল্লেখ‌যোগ্য বিষয় হল তিনি সেদেশকে উপহার দেবেন ২০০ গরু।

আরও পড়ুন-স্কুলে পাশ-ফেল প্রথা ফেরানোর ভাবনা রাজ্য সরকারের

উপহার হিসেবে কেন গরু? রোয়ান্ডার গ্রামীণ মানুষদের জন্য চালু হয়েছে ‘গিরিঙ্কা’ প্রকল্প। ওই প্রকল্পে মানুষজনকে উপহার হিসেবে সরকার একটি গরু দিয়ে থাকে। শর্ত হল ওই গরুর কন্যা সন্তান হলে তা দিতে হবে প্রতিবেশীকে। উদ্দেশ্য মানুষের মধ্যে ভাতৃত্ব বাড়ানো। সেই প্রকল্পের জন্য সেদেশের রাষ্ট্রপতি কাগামেকে উপহার দেওয়া হবে ওই ২০০ গরু।

প্রধানমন্ত্রীর সঙ্গে রোয়ান্ডা ‌যাচ্ছেন ১০০ জনের একটি প্রতিনিধি দল। বিদেশ মন্ত্রকের তরফে প্রধান মন্ত্রীর সফর সম্পর্কে বলা হয়েছে, আফ্রিকার দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার জন্যই রোয়ান্ডা, উগান্ডা ও দক্ষিণ আফ্রিকা সফর।

আরও পড়ুন-ভাঙড়কাণ্ডে ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন আরাবুলের

মঙ্গলবার রোয়ান্ডা থেকে উগান্ডায় পৌঁছাবেন মোদী। গত ২১ বছর পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশে ‌যাবেন। উগান্ডা থেকে প্রধানমন্ত্রী চলে ‌যাবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে তিনি ‌যোগ দেবেন ব্রিক্স শীর্ষ সম্মেলনে।

.