‘মোদীর নিষ্ঠুর ভারত’-এর পাল্টা, রাহুলকে শিখ দাঙ্গার কথা মনে করাল বিজেপি

কংগ্রেস সভাপতির ট্যুইটের পরই তেতে ওঠে বিজেপি শিবির। এক‌যোগে রাহুলকে নিশানা করেন পীয়ূষ গোয়েল ও স্মৃতি ইরানি

Updated By: Jul 23, 2018, 05:13 PM IST
‘মোদীর নিষ্ঠুর ভারত’-এর পাল্টা, রাহুলকে শিখ দাঙ্গার কথা মনে করাল বিজেপি

নিজস্ব প্রতিবেদন: গরু পাচারকারী সন্দেহে আলওয়ারের গণপিটুনির ঘটনায় তোলপাড় দেশ। তাতে নতুন মাত্র ‌যোগ করল রাজনৈতিক কাজিয়া। রাহুল গান্ধীর একটি ট্যুইটকে কেন্দ্র করে কংগ্রেসকে পাল্টা বিঁধল বিজেপি।

রাজস্থানের আলওয়ারে আহত তরুণকে পুলিস হাসপাতলে নিয়ে ‌যেতে ৩ ঘণ্টারও বেশি দেরি করে বলে অভি‌যোগ। সেই ঘটনার কথা উল্লেখ করে রাহুল লেখেন, ‘এটাই হল মোদীর নিষ্ঠুর ভারত। এখানে মানবিকতার জায়গা নিয়েছে ঘৃণা। মানুষের ওপরে অত্যাচার হচ্ছে।’

আরও পড়ুন-ভাঙড়কাণ্ডে ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন আরাবুলের

কংগ্রেস সভাপতির ওই ট্যুইটের পরই তেতে ওঠে বিজেপি শিবির। এক‌যোগে রাহুলকে নিশানা করেন পীয়ূষ গোয়েল ও স্মৃতি ইরানি। গোয়েল ট্যুইট করেন, কোনও অপরাধের ঘটনা ঘটলেই এই লাফালাফি করা বন্ধ করুন। রাজনৈতিক ফয়দার জন্য সবরকম ভাবে সমাজকে ভাগ করেন, তারপর কুম্ভীরাশ্রু ঝড়ান। অনেক হয়েছে। আপনি ঘৃণার সওদাগর।

আরও পড়ুন-জন্মদিনের পার্টিতে বেপরোয়া গুলিতে হত ২; আহত বহু, আত্মঘাতী বন্দুকবাজ

অন্যদিকে, রাহুলকে আক্রমণ করেন স্মৃতি ইরানিও। তিনি আবার এক কদম এগিয়ে রাহুলের ওই মন্তব্যকে শকুনের রাজনীতি বলেও উল্লেখ করেন। স্মৃতি ট্যুইট করেন, ‘ঘৃণার দৌড় কতটা হতে পারে তা শিখ দাঙ্গা, ভাগলপুর দাঙ্গা, নেলির দাঙ্গার কথা মনে করলেই বোঝা ‌যায়।’   

.