গত ২ বছরে ৫ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে এসেছেন: নরেন্দ্র মোদী
বানসাগর জলসেচ প্রকল্পের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী।
নিজস্ব প্রতিবেদন: বিরোধীদের আক্রমণ করে গরিব ও কৃষকদের জন্য তাঁর সরকারের কাজের ফিরিস্তি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দাবি করলেন, গত ২ বছরে দারিদ্র সীমার উপরে এসেছেন ৫ কোটি ভারতীয়।
We are taking one step after the other to bridge the gap between the rich and poor. Its result will soon be out for everyone to see. The poor can now look you in the eyes, confidently: PM Narendra Modi in Mirzapur pic.twitter.com/xTeKth16mS
— ANI UP (@ANINewsUP) July 15, 2018
বানসাগর জলসেচ প্রকল্পের উদ্বোধন করে বিরোধীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন,''৪০ বছর ধরে এই প্রকল্প ঝুলিয়ে রাখা হয়েছিল। তার জেরে ১০০ গুণ বেড়েছে প্রকল্পের খরচ। ১৯৭৮ সালে প্রকল্পের খরচ ছিল ৩৫০ কোটি টাকা। আজ এই প্রকল্প শেষ করতে লাগল ৩৪০০ কোটি। দেশের বিশাল ক্ষতি হল। কয়েক দশক ধরে জলসেচের সুবিধা পেলেন না কৃষকরা।'' প্রধানমন্ত্রী আরও বলেন, ২০১৪ সালে আমাদের সরকার ক্ষমতায় আসর পর আটকে থাকা প্রকল্পগুলির কাজ শুরু করি। তাদের মধ্যে ছিল বানসাগর জলসেচ প্রকল্পও। প্রধানমন্ত্রী জলসেচ প্রকল্পের সঙ্গে যুক্ত করে কাজ শুরু করি আমরা।'' কেন এতবছর ধরে এই প্রকল্প ঝুলিয়ে রাখা হল? নিজেদের জমানায় শেষ করতে পারলেন না কেন? প্রশ্ন নরেন্দ্র মোদীর। তাঁর কথায়, ''কৃষকদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে এসেছে ওরা। এতবছর ধরে কৃষকরা সমস্যায় পড়েছেন। এই প্রকল্প দুদশক আগে সম্পূর্ণ হলে লাভবান হতেন তাঁরা।''
Previous govts used to come up with incomplete projects & stall them. You are the people who suffered through all of that. Had this project been completed beforehand, you would have been benefitted by it two decades back: PM Narendra Modi in Mirzapur on Bansagar canal project pic.twitter.com/ZBKOnGK01m
— ANI UP (@ANINewsUP) July 15, 2018
প্রধানমন্ত্রীর কথায়,''কৃষকদের নিয়ে যারা কুম্ভীরাশ্রু ফেলে রাজনীতি করছেন, কেন তাঁরা ধানের সহায়ক মূল্য বাড়ানো নিয়ে নীরব ছিলেন। ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি রাখব আমি।'' এরপরই প্রধানমন্ত্রী বলেন, ''একটি অভ্যন্তরীণ রিপোর্টে দাবি করা হয়েছে, গত ২ বছরে দারিদ্র সীমার উপরে এসেছেন ৫ কোটির বেশি দেশবাসী। গরিব, দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের জন্য একাধিক সরকারি প্রকল্প এনেছে সরকার। আর সে জন্যই এটা সম্ভব হয়েছে।''
Those who are shedding crocodile tears for farmers today should be asked why did they not see irrigation projects which were left incomplete throughout the nation, during their tenure: PM Narendra Modi in Mirzapur pic.twitter.com/b9WyYtNGYF
— ANI UP (@ANINewsUP) July 15, 2018
Those who are indulging in politics in the name of farmers had no time to raise the prices of MSP (Minimum Support Price). They sat on files: PM Narendra Modi in Mirzapur pic.twitter.com/vrdd9pQ0Ui
— ANI UP (@ANINewsUP) July 15, 2018
আরও পড়ুন- মোদীর জমানায় আর্থিক নীতির সমালোচনা করে মহাজোটের সওয়াল অমর্ত্যর