আজ মথুরায় কেন্দ্রে এনডিএ সরকারের একবছর পূর্তি উপলক্ষ্যে মোদীর প্রথম সভা, 'ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন' প্রকল্প ঘোষণার সম্ভাবনা

কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-সরকারের এক বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মথুরার চন্দ্রবহন গ্রামে প্রথম সভা করতে চলেছেন। সরকারে এক বছর উদ্বযাপনের জন্য বিজেপির পরিকল্পনামাফিক ২০০টি সভার প্রথমটি আজ।

Updated By: May 25, 2015, 11:45 AM IST
আজ মথুরায় কেন্দ্রে এনডিএ সরকারের একবছর পূর্তি উপলক্ষ্যে মোদীর প্রথম সভা, 'ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন' প্রকল্প ঘোষণার সম্ভাবনা

নয়া দিল্লি: কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-সরকারের এক বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মথুরার চন্দ্রবহন গ্রামে প্রথম সভা করতে চলেছেন। সরকারে এক বছর উদ্বযাপনের জন্য বিজেপির পরিকল্পনামাফিক ২০০টি সভার প্রথমটি আজ।

মোদীর সভার জন্য মথুরার নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আয়োজন নিখুঁত রাখতে ইতিমধ্যেই সভাস্থল পর্যবেক্ষণ করে এসেছেন উত্তর প্রদেশের বিজেপি চিফ লক্ষ্মীকান্ত বাজপেয়ী সহ অনান্য নেতারা। সভাস্থলে বসেছে টিভি স্ক্রিন। আজ পৃথিবীর ১৩০টিরও বেশি  দেশে আজ সরাসরি মোদীর সভা সম্প্রচারিত হবে।

আজকের সভায় সম্ভবত প্রধানমন্ত্রী 'ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন' প্রকল্পের বাস্তবায়নের কথা ঘোষণা করবেন।

 

.