উত্তরাখণ্ডের জন্য ১,০০০ কোটির আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর

উত্তরাখণ্ডের জন্য ১,০০০ কোটি টাকার কেন্দ্রীয় সাহায্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রবল বৃষ্টিতে হিমাচল রাজ্য `বড় বিপর্যয়ের` সম্মুখীন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

Updated By: Jun 19, 2013, 07:47 PM IST

উত্তরাখণ্ডের জন্য ১,০০০ কোটি টাকার কেন্দ্রীয় সাহায্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রবল বৃষ্টিতে হিমাচল রাজ্য `বড় বিপর্যয়ের` সম্মুখীন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
বুধবার বন্যা বিপর্যস্ত পাহাড় রাজ্য ঘুড়ে দেখেন প্রধানমন্ত্রী ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এ দিন সাংবাদিকদের প্রধানমন্ত্রী জানান, এখনও পর্যন্ত ১০০০ মানুষকে উদ্ধার করা হয়েছে। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রধানমন্ত্রীও।
মনমোহন সিং বলেন, "মৃতের পরিবারদের প্রতি আমরা সমবেদনা জানাই।" পাশাপাশি তিনি এও জানান, এই বিপর্যয় কাটিয়ে উঠতে কান্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করবে। এখনও উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন ৬০ হাজার মানুষ।
হড়কা বানে ক্ষতিগ্রস্ত কেদারনাথের মন্দির। কেদারনাথ থেকে ৫০ টিরও বেশি মৃতদেহ পাওয়া গিয়েছে। এখনও ৫০০ জনের খোঁজ মেলেনি । উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাবাহিনীর ৫ হাজার জওয়ান। নামানো হয়েছে ১২টি হেলিকপ্টার। আটকে পড়া পর্যটকদের মধ্যে ১৭০০ জন বাংলার।

.