প্লাস্টিকের কুপ্রভাবে বিলুপ্তির পথে বোষ্টমী কচ্ছপ

নরম খোলসের বোষ্টমী নামক কচ্ছপ কার্যত বিলুপ্তির পথে। ত্রিপুরার গোমতি জেলার ত্রিপুরেশ্বরী মন্দিরের একটি ট্যাঙ্কে কোনও রকম বেঁচে আছে গুটি কতক এই প্রজাতির কচ্ছপের শেষ প্রতিনিধিরা।

Updated By: Jun 19, 2013, 01:29 PM IST

নরম খোলসের বোষ্টমী নামক কচ্ছপ কার্যত বিলুপ্তির পথে। ত্রিপুরার গোমতি জেলার ত্রিপুরেশ্বরী মন্দিরের একটি ট্যাঙ্কে কোনও রকম বেঁচে আছে গুটি কতক এই প্রজাতির কচ্ছপের শেষ প্রতিনিধিরা।
এই কচ্ছপের বৈজ্ঞানিক নাম এন নাইগ্রিকানস। ইতিমধ্যেই প্রাকৃতিক বাসভূমি থেকে অবলুপ্ত হয়ে গেছে এরা । আইইউসিএনের পক্ষ থেকে এদেরকে অবলুপ্ত ঘোষণা করা হয়েছে।
পঞ্চাদশ শতকে রাজা ধনমাণিক্য আগরতলা থেকে ৫৫ কিমি দূরে এই হিন্দু মন্দিরের স্থাপন করেন। ৫১ শক্তি পীঠের একটি এই মন্দির।
ত্রিপুরেশ্বরী মন্দিরের কাছে কল্যাণ সাগরের তট এই কচ্ছপের আদি বাসভূমি ছিল। স্থানীয় মানুষের যথেচ্ছ শিকারের ফলে ওই অঞ্চলে আর একটি বোষ্টমী কচ্ছপ খঁজে পাওয়া যায় না। এই কচ্ছপদের শেষ কটি প্রতিনিধিদের শুধু মাত্র ত্রিপুরেশ্বরী মন্দিরের ট্যাঙ্কের মধ্যেই খুঁজে পাওয়া যায়। কিন্তু দর্শনার্থীরা ওই ট্যাঙ্কের জল ক্রমাগত প্ল্যাস্টিকজাত দ্রব্য দ্বারা নোংরা করার ফলে বোষ্টমী কচ্ছপ পৃথিবী থেকে চিরতরে মুছে যেতে বসেছে।

.