মধ্যরাত থেকে দাম বাড়ছে পেট্রল, ডিজেলের
আজ মধ্যরাত থেকে দাম বাড়ছে পেট্রল, ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির সঙ্গেই এদেশেও বাড়ছে জ্বালানীর দাম। পেট্রলের দাম লিটার প্রতি ৩টাকা ৯৬ পয়সা বৃদ্ধি পাচ্ছে। ডিজেলের দাম বাড়ছে ২ টাকা ৩৭ পয়সা।
ব্যুরো: আজ মধ্যরাত থেকে দাম বাড়ছে পেট্রল, ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির সঙ্গেই এদেশেও বাড়ছে জ্বালানীর দাম। পেট্রলের দাম লিটার প্রতি ৩টাকা ৯৬ পয়সা বৃদ্ধি পাচ্ছে। ডিজেলের দাম বাড়ছে ২ টাকা ৩৭ পয়সা।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছে গতকাল থেকে রাজধানীতে প্রতি লিটার পেট্রলের দাম ৬৩ টাকা ১৬ পয়সা হচ্ছে। ডিজেলের দাম হবে ৪৭ টাকা ২০ পয়সা।
গত ১৬ এপ্রিল পেট্রলের দাম লিটার প্রতি ৮০ পয়সা কমেছিল। ডিজেলের দাম কমেছিল ১ টাকা ৩০ পয়সা।
গত বছর অগাস্ট থেকে এই বছর ফেব্রুয়ারি পর্যন্ত ১০ দফায় কমে জ্বালানী তেলের দাম। ফলে পেট্রলের দাম লিটার প্রতি মোট ১৭ টাকা ১১ পয়সা কমে। ডিজেলের দাম কমে ১২ টাকা ৯৬ পয়সা। এরপর ১৬ ফেব্রুয়ারি বাড়ে পেট্রেলের দাম। ১লা মার্চ এক দফা দাম বাড়ে ডিজেলের।
এরপর দু'দফা দাম কমে জ্বালানী তেলের।