কৃষকদের দুর্দশার জন্য দায়ী কেন্দ্র, ফের রাহুলের নিশানায় মোদী সরকার

দেনায় জর্জরিত কৃষকদের দুরাবস্থার জন্য নরেন্দ্র মোদীর সরকারকে দায়ী করলেন রাহুল গান্ধী। মহারাষ্ট্রের বিদর্ভ সফরে গিয়ে কংগ্রেস সহসভাপতির মন্তব্য, সারা দেশেই কৃষক ও দিনমজুরদের অবহেলা করছে কেন্দ্রীয় সরকার।

Updated By: Apr 30, 2015, 09:44 PM IST
কৃষকদের দুর্দশার জন্য দায়ী কেন্দ্র, ফের রাহুলের নিশানায় মোদী সরকার

ব্যুরো: দেনায় জর্জরিত কৃষকদের দুরাবস্থার জন্য নরেন্দ্র মোদীর সরকারকে দায়ী করলেন রাহুল গান্ধী। মহারাষ্ট্রের বিদর্ভ সফরে গিয়ে কংগ্রেস সহসভাপতির মন্তব্য, সারা দেশেই কৃষক ও দিনমজুরদের অবহেলা করছে কেন্দ্রীয় সরকার।

ফলে দুঃখ, যন্ত্রণার মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছেন তাঁরা। পরপর কৃষক আত্মহত্যার ঘটনায় আজ অমরাবতীতে পনেরো কিলোমিটার পদযাত্রা করেন রাহুল। কথা বলেন গরিব কৃষক পরিবারগুলির সঙ্গে। পরিস্থিতি খতিয়ে দেখে কংগ্রেস সহসভাপতি বলেছেন, আগেও তিনি বিদর্ভে এসেছেন। কিন্তু কৃষকদের এমন দুরবস্থা দেখেননি। কেন্দ্রকে বিঁধে রাহুলের মন্তব্য, এই দেশে কৃষকরা পরিত্যক্ত। পাল্টা দিয়েছে বিজেপিও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেছেন, মহারাষ্ট্রে টানা পনেরো বছর ক্ষমতায় ছিল কংগ্রেস। সম্প্রতি ক্ষমতায় এসেছে তাঁর দল।

.