বাজেটে শুল্ক হ্রাসের প্রস্তাব, লিটার পিছু দাম কমতে চলেছে পেট্রোল, ডিজেলের

আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই এবারের বাজেট আরও বেশি জনমোহিনী হতে চলেছে বলে প্রথম থেকেই আশা করেছিলেন অর্থনীতির বিশেষজ্ঞরা।

Updated By: Feb 1, 2018, 02:59 PM IST
বাজেটে শুল্ক হ্রাসের প্রস্তাব, লিটার পিছু দাম কমতে চলেছে পেট্রোল, ডিজেলের

নিজস্ব প্রতিবেদন : বাজেটে শুল্ক হ্রাসের ঘোষণায় দাম কমতে চলেছে পেট্রোল ও ডিজেলের দামে। বিশেষজ্ঞদের মতে ২০১৮-১৯ অর্থবর্ষে অর্থমন্ত্রী অরুণ জেটলি যে শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন তাতে লিটার পিছু ২ টাকা পর্যন্ত দাম কমতে পারে পেট্রোল ও ডিজেলের।

বাজাটে পেশের কয়েক সপ্তাহ আগে থেকেই লাগাম ছাড়িয়েছে জ্বালানী তেলের দাম। দেশের বহু শহরে লিটার পিছু ৮০ টাকা ছাড়িয়েছে পেট্রোলের দড়। জ্বালানী তেলের দামবৃদ্ধি আগামী লোকসভা নির্বাচনে পড়তে পারে বলে মনে করেছিল বিশেষজ্ঞ মহল। তাই অনেকেই মনে করেছিলেন, বাজেটে জ্বালানী তেলের শুল্কে বড়সড় ছাড় ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী অরউণ জেটলি। তবে বাজেট বক্তৃতা শেষে তেমন কিছুই দেখা গেল না। সামান্য যা শুল্ক ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে তাতে দাম কমতে পারে সামান্যই।  

আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই এবারের বাজেট আরও বেশি জনমোহিনী হতে চলেছে বলে প্রথম থেকেই আশা করেছিলেন অর্থনীতির বিশেষজ্ঞরা। তবে, দিনের শেষে তাদের অনেকেরই মত ভোটের আগে শেষ বাজেটে কার্যত সবার মন ভোলানোর চেষ্টাই করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

আরও পড়ুন- শিক্ষাখাতে ১ লক্ষ কোটি টাকার ঘোষণা, জোর ডিজিটাল শিক্ষায়

.