জম্মু-কাশ্মীরে পালিত হচ্ছে ইদ! রয়েছে কড়া নজরদারিও
আতঙ্ক ভুলে হাজার হাজার মানুষ ইদের নামাজে স্থানীয় মসজিদে সমবেত হওয়ার দৃশ্য ধরা পড়েছে উপত্যকার বিভিন্ন অঞ্চলে।
নিজস্ব প্রতিবেদন: কড়া নজরদারিতে জম্মু-কাশ্মীরে পালিত হচ্ছে ইদ। ইদে জম্মু-কাশ্মীরে যাতে কোনও রকমের অশান্তি না হয়, সে দিকে কড়া নজর রয়েছে কেন্দ্রের। আতঙ্ক ভুলে হাজার হাজার মানুষ ইদের নামাজে স্থানীয় মসজিদে সমবেত হওয়ার দৃশ্য ধরা পড়েছে উপত্যকার বিভিন্ন অঞ্চলে।
#WATCH SRINAGAR: People offered namaz in the morning at Mohalla mosques on #EidAlAdha, today; J&K police officials greet people outside a neighbourhood mosque #JammuAndKashmir pic.twitter.com/5gcZeYqCWz
— ANI (@ANI) August 12, 2019
সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর গত শুক্রবার প্রথম কাশ্মীরে নমাজ পড়তে সমবেত হয়েছিলেন অসংখ্য মানুষ। জম্মু-কাশ্মীরের পুলিস প্রশাসনের পক্ষ থেকেও উপত্যকার পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে বলে জানানো হয়। তবে তার পরই রবিবার ফের কার্ফু জারি করা হয় জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায়।
SRINAGAR: People offered namaz in the morning at Mohalla mosques in various parts of the city on #EidAlAdha, today. #JammuAndKasmir pic.twitter.com/5TcwnW0bQf
— ANI (@ANI) August 12, 2019
আরও পড়ুন: ঈদ-আল-আধা: আজ ত্যাগের উত্সবে সামিল হাজার হাজার মানুষ
সব রকম অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কোনও রকম অশান্তি এড়াতে জম্মু-কাশ্মীরের সমস্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।