জম্মু-কাশ্মীরে পালিত হচ্ছে ইদ! রয়েছে কড়া নজরদারিও

আতঙ্ক ভুলে হাজার হাজার মানুষ ইদের নামাজে স্থানীয় মসজিদে সমবেত হওয়ার দৃশ্য ধরা পড়েছে উপত্যকার বিভিন্ন অঞ্চলে।

Updated By: Aug 12, 2019, 11:39 AM IST
জম্মু-কাশ্মীরে পালিত হচ্ছে ইদ! রয়েছে কড়া নজরদারিও
ছবি: এএনআই।

নিজস্ব প্রতিবেদন: কড়া নজরদারিতে জম্মু-কাশ্মীরে পালিত হচ্ছে ইদ। ইদে জম্মু-কাশ্মীরে যাতে কোনও রকমের অশান্তি না হয়, সে দিকে কড়া নজর রয়েছে কেন্দ্রের। আতঙ্ক ভুলে হাজার হাজার মানুষ ইদের নামাজে স্থানীয় মসজিদে সমবেত হওয়ার দৃশ্য ধরা পড়েছে উপত্যকার বিভিন্ন অঞ্চলে।

সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর গত শুক্রবার প্রথম কাশ্মীরে নমাজ পড়তে সমবেত হয়েছিলেন অসংখ্য মানুষ। জম্মু-কাশ্মীরের পুলিস প্রশাসনের পক্ষ থেকেও উপত্যকার পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে বলে জানানো হয়। তবে তার পরই রবিবার ফের কার্ফু জারি করা হয় জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায়।

আরও পড়ুন: ঈদ-আল-আধা: আজ ত্যাগের উত্সবে সামিল হাজার হাজার মানুষ

সব রকম অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কোনও রকম অশান্তি এড়াতে জম্মু-কাশ্মীরের সমস্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

.