'আগে ইস্তফা পরে আলোচনা', ব্যপম, ললিত গেট ইস্যুতে শোরগোলে মুলতুবি লোকসভা

Updated By: Jul 24, 2015, 03:31 PM IST
'আগে ইস্তফা পরে আলোচনা', ব্যপম, ললিত গেট ইস্যুতে শোরগোলে মুলতুবি লোকসভা

 

ওয়েব ডেস্ক: প্রবল বিক্ষোভে চতুর্থ দিনেও পণ্ড লোকসভার অধিবেশন। শুরু হতে না হতেই দিনের মত মুলতুবি হয়ে যায় লোকসভা। দফায় দফায় অধিবেশন মুলতুবি করতে হয় রাজ্যসভাতেও। গত তিন দিনের মত আজও অধিবেশন শুরু হতেই ব্যপম, ললিত গেট ইস্যুতে শোরগোল শুরু করেন বিরোধীরা। আগে ইস্তফা, পরে আলোচনার দাবিতে অনড় থাকেন বিরোধীরা। অন্যদিকে নিজেদের অবস্থানে অনড় সরকারপক্ষও। তুমুল হই-হট্টগোলে লোকসভার অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন স্পিকার। লোকসভার পরবর্তী অধিবেশন বসবে আগামী সোমবার। 

এর আগে ইউপিএ সরকার থাকাকালীনও টুজি, কয়লা কেলেঙ্কারির মত ইস্যুতে একই ভাবে বিক্ষোভ করে লোকসভার অধিবেশন পণ্ড করতে দেখা গেছে বর্তমানের শাসক বিজেপি দলকে।  

.