কাশ্মীরে এয়ারসেল, ভোডাফোন শোরুমে গ্রেনেড হামলা
শ্রীনগরে দুটি মোবাইল টেলিকমিউনিকেশন কোম্পানির শোরুমে গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা। এক মিনিটের ব্যবধানে ঘটা দুটো হামলাতেই আহত হননি কেউই।
Updated By: Jul 24, 2015, 02:00 PM IST
ওয়েব ডেস্ক: শ্রীনগরে দুটি মোবাইল টেলিকমিউনিকেশন কোম্পানির শোরুমে গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা। এক মিনিটের ব্যবধানে ঘটা দুটো হামলাতেই আহত হননি কেউই।
পুলিস সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ স্থানীয় পুলিস ঘাঁটি থেকে ৩০০ মিটারের মধ্যে করণ নগরে এয়ারসেল দফতরে গ্রেনেড ছোড়ে এক যুবক। এর মিনিট খানেকের মধ্যেই গ্রেনেড ছো়ডা হয় ভোডাফোনের শোরুমে। দুটি শোরুমের মাঝ ব্যবধান ৫০০ মিটার।
দুটি ঘটনাতেই কেউ আহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিস জানিয়েছে ঘটনার পর শ্রীনগরের প্রতিটা চেকপয়েন্টে সতর্কতা জারি করা হয়েছে। এর আগে গত মে মাসেও সোপোরেতেও এই ধরণের জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২ জন।