মাওবাদীদের নিয়ে বিতর্কিত মন্তব্য সাংসদের!

'নিরাপত্তারক্ষীদের না মেরে রাজনৈতিক নেতাদের মারো!' দেশে একাধিক এলাকায় লুকিয়ে থাকা মাওবাদীদের উদ্দেশ্যে এই মন্তব্য করে বিতর্কে জড়ালেন জন অধিকার পার্টি(লোকতান্ত্রিক)-এর নেতা পাপ্পু যাদব। আজ হাজিপুরে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন RJD থেকে বহিষ্কৃত এই নেতা।

Updated By: May 3, 2017, 09:34 PM IST
মাওবাদীদের নিয়ে বিতর্কিত মন্তব্য সাংসদের!

ওয়েব ডেস্ক : 'নিরাপত্তারক্ষীদের না মেরে রাজনৈতিক নেতাদের মারো!' দেশে একাধিক এলাকায় লুকিয়ে থাকা মাওবাদীদের উদ্দেশ্যে এই মন্তব্য করে বিতর্কে জড়ালেন জন অধিকার পার্টি(লোকতান্ত্রিক)-এর নেতা পাপ্পু যাদব। আজ হাজিপুরে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন RJD থেকে বহিষ্কৃত এই নেতা।

আরও পড়ুন- '২০২৪ সালের আগে দেশে প্রধানমন্ত্রী পদ খালি নেই!'

সম্প্রতি, বিহার, ছত্তিশগড় সহ একাধিক এলাকায় মাওবাদী হামলায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীর। গত ২৪ এপ্রিলও মাওবাদী হামলায় CRPF-এর ২৫ জওয়ান প্রাণ হারান। এই পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে আজ পাপ্পু যাদব বলেন, ''রাজনৈতিক নেতারা গোটা দেশটা লুঠ করে চলেছে। তাই তাদের মারলে ক্ষতি নেই। কিন্তু, তার বদলে দেশের নিরাপত্তারক্ষীদের কখনই মারা উচিত না।'' তাঁর এই বক্তব্যে দেশজুড়ে রাজনৈতিক মহলে দেখা দিয়েছে বিতর্ক।

.