ফয়জাবাদ থেকে ধৃত সন্দেহভাজন ISI এজেন্ট
ফয়জাবাদ থেকে ধৃত সন্দেহভাজন ISI এজেন্ট। আজ উত্তরপ্রদেশ ATS গ্রেফতার করে তাকে। জানা গেছে, ধৃতের নাম আফতাব আলি।
Updated By: May 3, 2017, 08:45 PM IST
ওয়েব ডেস্ক : ফয়জাবাদ থেকে ধৃত সন্দেহভাজন ISI এজেন্ট। আজ উত্তরপ্রদেশ ATS গ্রেফতার করে তাকে। জানা গেছে, ধৃতের নাম আফতাব আলি।
মনে করা হচ্ছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা থেকে বিশেষভাবে প্রশিক্ষণ নিয়ে ভারতে আসে সে। অভিযোগ, পাকিস্তান হাই কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলত আফতাব আলি। গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালায় উত্তরপ্রদেশ ATS, সেনা ইনটেলিজেন্স ও রাজ্য গোয়েন্দা সংস্থা।
IG ATS অসীম অরুণ সংবাদ সংস্থাকে আফতাব আলির গ্রেফতারির খবর জানান। ATS-এর কাছে আফতাবের বিরুদ্ধে অনেক তথ্যপ্রমাণ আছে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন, বড় চমক! ইনিই কি হচ্ছেন ভারতের পরবর্তী রাষ্ট্রপতি?