ফের পাক সেনার রাতভর অস্ত্রবিরতি লঙ্ঘন পুঞ্চে

অগাস্টের শুরু থেকেই সীমান্তে লাগাতার অস্ত্রবিরতি লঙ্ঘণ পাকসেনার। পুলওয়ামায় ভারতীয় সেনার গুলিতে দুই জঙ্গির মৃত্যুর চব্বিশ ঘণ্টার মধ্যেই ফের রাতভর অস্ত্রবিরতি লঙ্ঘন পুঞ্চে। বিএসএফের দাবি, নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা ছাউনি লক্ষ্য করে ভোর চারটে পর্যন্ত লাগাতার গুলি চালায় পাক রেঞ্জার্সদের একটি দল।   

Updated By: Aug 12, 2015, 11:00 AM IST
ফের পাক সেনার রাতভর অস্ত্রবিরতি লঙ্ঘন পুঞ্চে
(ফাইল ছবি)

ওয়েব ডেস্ক: অগাস্টের শুরু থেকেই সীমান্তে লাগাতার অস্ত্রবিরতি লঙ্ঘণ পাকসেনার। পুলওয়ামায় ভারতীয় সেনার গুলিতে দুই জঙ্গির মৃত্যুর চব্বিশ ঘণ্টার মধ্যেই ফের রাতভর অস্ত্রবিরতি লঙ্ঘন পুঞ্চে। বিএসএফের দাবি, নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা ছাউনি লক্ষ্য করে ভোর চারটে পর্যন্ত লাগাতার গুলি চালায় পাক রেঞ্জার্সদের একটি দল।   

বালাকোট সেক্টরেও বিএসএফ আউটপোস্ট লক্ষ্য করে রাত দেড়টা পর্যন্ত চলে গুলি ও মর্টার। জবাবে গুলি চালায় ভারতীয় জওয়ানরাও। তবে, এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জঙ্গি অনুপ্রবেশের  সময়ে বিএসএফের চোখে ধুলো দিতেই বারবার অস্ত্রবিরতি লঙ্ঘন করছে পাক সেনা। আগেই দাবি করেছিল বিএসএফ। অনুপ্রবেশকারীদের কভার ফায়ারিং দিতেই আজ পাক হামলা কিনা, তা নিয়ে এখনও কিছু জানায়নি সেনা।

.