জম্মু কাশ্মীরে জঙ্গি ঢোকানো বন্ধ করুক পাকিস্তান, হুঁশিয়ারি রাজনাথের

Updated By: Sep 11, 2017, 01:17 PM IST
জম্মু কাশ্মীরে জঙ্গি ঢোকানো বন্ধ করুক পাকিস্তান, হুঁশিয়ারি রাজনাথের

ওয়েব ডেস্ক : সীমান্ত পার করিয়ে জম্মু কাশ্মীরে জঙ্গি ঢোকানো বন্ধ করুক পাকিস্তান। ইসলামাবাদের বিরুদ্ধে এবার এভাবেই সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাতকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জম্মু কাশ্মীরে যেভাবে জঙ্গি অনুপ্রবেশ করাচ্ছে পাকিস্তান, তা বন্ধ হওয়া উচিত।

তিনি বলেন, কাশ্মীর সমস্যার সমাধান করতে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হবে। উপত্যকার মানুষের মুখে হাঁসি ফোটাতে কেন্দ্র সব রকমের চেষ্টাই করবে। আর তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।

রাজনাথ বলেন, কাশ্মীরের কয়েক প্রজন্মকে নষ্ট করে দিয়েছে জঙ্গিরা। তাই পরবর্তী আর কোনও প্রজন্মকে যাতে জঙ্গিরা ধ্বংস করে দিতে না পরে, তার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন রাজনাথ সিং। পাশাপাশি জঙ্গি হানাদারিতে কাশ্মীরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে যুব সমাজ। পাশাপাশি ব্যবসায়ী এবং গরিবরাও ক্রমাগত আক্রান্ত হচ্ছেন পাকিস্তানি জঙ্গিদের হাতে। তবে উপত্যকার মানুষকে যাতে আর জঙ্গিদের হাতে আক্রান্ত হতে না হয়, তার জন্য ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে।

পাশাপাশি জম্মু কাশ্মীরের পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত করতেও ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন রাজনাথ সিং।  

.