মোদী, যোগীর ছবি আঁকায় তকমা ‘মানসিক বিকারগ্রস্থের’, ঘর থেকে বের করে দেওয়া হল মুসলিম মহিলাকে

Updated By: Sep 11, 2017, 12:02 PM IST
মোদী, যোগীর ছবি আঁকায় তকমা ‘মানসিক বিকারগ্রস্থের’, ঘর থেকে বের করে দেওয়া হল মুসলিম মহিলাকে

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি কেন একেঁছেন? সেই ‘অপরাধেই’ মারধর করা হল এক গৃহবধূকে। অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি আঁকায় ওই মহিলাকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হয়।

ঘটনাটি উত্তর প্রদেশের বলিয়া। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর,  নাগমা পারভীন নামে ওই মহিলাকে প্রথমে মারধর করা হয়। তারপর জোর করে বের করে দেওয়া হয় ঘর থেকে। নাগমার বাবা শামসের খানের অভিযোগ, তাঁর মেয়ে নরেন্দ্র মোদী এবং যোগীর ছবি এঁকেছিলেন। আর তারপরই নাগমার স্বামী পারভেজ খান সহ শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর করে ঘর থেকে বের করে দেন। ফেলে দেওয়া হয় ওই আঁকা ছবিগুলোও। এমনকী, নাগমাকে ‘মানসিক বিকারগ্রস্থ’ বলে দাবি করে তাঁর শ্বশুরবাড়ির লোকজন।  ওই ঘটনার পর পরই  নাগমার স্বামী পারভেজ সহ আরও ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন শামসের খান।

ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

.