ভারতকে `সর্বোচ্চ সুবিধাপ্রাপক দেশ`-এর মর্যাদা দিল পাকিস্তান

দেড় দশকের কূটনৈতিক টানাপোড়েনের পর অবশেষে ভারতকে `সর্বোচ্চ সুবিধাপ্রাপক দেশ`-এর মর্যাদা দিল পাকিস্তান। গিলানি সরকারের এই পদক্ষেপকে দ্বিপাক্ষিক সুসম্পর্ক স্থাপনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Updated By: Nov 2, 2011, 08:57 PM IST

দেড় দশকের কূটনৈতিক টানাপোড়েনের পর অবশেষে ভারতকে `সর্বোচ্চ সুবিধাপ্রাপক দেশ`-এর মর্যাদা দিল পাকিস্তান। গিলানি সরকারের এই পদক্ষেপকে দ্বিপাক্ষিক সুসম্পর্ক স্থাপনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর ফলে অদূর ভবিষ্যতেই ভারত-পাক বাণিজ্যের পরিমাণ অন্তত তিন গুণ বাড়ার সম্ভাবনা। ১৯৯৬ সালেই দ্বিপাক্ষিক সুসম্পর্ক স্থাপনের পদক্ষেপ হিসেবে পাকিস্তানকে `মোস্ট ফেভার্‍‍ড নেশন`-এর মর্যাদা দিয়েছিল ভারত। কিন্তু নয়াদিল্লির বারংবার অনুরোধ সত্বেও অভ্যন্তরীণ রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারেনি ইসলামবাদের শাসকবর্গ। শেষ পর্যন্ত এদিন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির উপস্থিতিতে ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ বৈঠকে ভারতকে `সর্বোচ্চ সুবিধাপ্রাপক দেশ`-এর মর্যাদা দানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে পাক তথ্যমন্ত্রী ফিরদৌস আশিক আওয়ান জানান, নভেম্বরে মালদ্বীপে সার্ক শীর্ষ সম্মেলনের সময় এ ব্যাপারে কূটনৈতিক স্তরে আনুষ্ঠানিক মত বিনিময় হবে। তবে `সর্বোচ্চ সুবিধাপ্রাপক দেশ`-এর মর্যাদা দিলেও কাশ্মীর-সহ বিভিন্ন ইস্যুতে নয়াদিল্লির ভূমিকা নিয়ে এদিন ফের উদ্বেগ প্রকাশ করেছেন পাক তথ্যমন্ত্রী।

.