নোট বাতিলের 'ধাক্কায়' বাড়ল ক্রেডিট কার্ডের বকেয়া

Updated By: Nov 1, 2017, 04:31 PM IST
নোট বাতিলের 'ধাক্কায়' বাড়ল ক্রেডিট কার্ডের বকেয়া

নিজস্ব প্রতিবেদন : নোট বাতিলের জেরে বেড়েছে অনলাইন লেনদেন। যার জেরে বেড়েছে ডেবিট-ক্রেডিট কার্ডের ব্যবহার। কিন্তু উল্টোদিকে পাল্লা দিয়ে বেড়েছে ক্রেডিট কার্ডে বকেয়ার পরিমাণ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট বলছে, ক্রেডিট কার্ডের বকেয়ার পরিমান নোট বাতিলের পর এক বছরে বেড়েছে প্রায় ৩৯ শতাংশ।

আরবিআইয়ের রিপোর্টে অনুসারে, ২০১৬- অগাস্ট মাসে দেশের ২ কোটি ৬৩ লাখ মানুষ ক্রেডিট কার্ড ব্যবহার করতেন। একবছর পর সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৬ লাখে। কিন্তু এর সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে বকেয়ার পরিমাণ। বহুক্ষেত্রেই দেখা গেছে ক্রেডিট কার্ডে জিনিস কেনার পর, সময় পেরিয়ে গেলেও কার্ড কোম্পানি বা ব্যাঙ্কের ঘরে বকেয়া জমা পড়েনি।

২০১৬ সালে এই বকেয়ার পরিমান ছিল ৪৩ হাজার ২০০ টাকা। ২০১৭-তে সেই পরিমান বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৯০০ টাকা। অর্থাত্ বকেয়া টাকার পরিমাণ বেড়েছে ৩৮.৭ শতাংশ। গত দু'বছরের হিসেবে পরিমানটা অবশ্য আরও বেশি। ২০১৫ সালে ক্রেডিট কার্ডে বকেয়া টাকার পরিমাণ ছিল ৩৩,৭০০ কোটি টাকা। অর্থাত্ দু'বছরে মোট বকেয়া টাকার পরিমান বেড়েছে ৭৭.৭৪ শতাংশ।

প্রসঙ্গত, ক্রেডিট কার্ডের বকেয়া টাকার উপর প্রতি মাসে ৩.৪৯ শতাংশ হারে সুদ নেয় ব্যাঙ্ক। সেই হিসেবে বকেয়া ৫৯ হাজার ৯০০ টাকার উপর ব্যাঙ্কগুলির মোট বকেয়া সুদের পরিমান ২,০৯০ কোটি টাকা।

আরও পড়ুন, 'প্রধানমন্ত্রীর দফতরের' ভুয়ো আধিকারিক! ছোট্ট ভুলে ধরা পড়লেন কানহাইয়া কুমার

.