President Election India, Yashwant Sinha: রাহুল-অভিষেক-অখিলেশকে পাশে নিয়ে রাষ্ট্রপতির 'দৌড়ে' মনোনয়ন পেশ যশবন্তের
সোমবারই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থনের কথা জানিয়েছে টিআরএস (TRS)। ফলে স্বাভাবিকভাবেই বিরোধী শিবিরে ঘুঁটির জোর আরও খানিকটা বাড়ল।
নিজস্ব প্রতিবেদন : রাষ্ট্রপতি নির্বাচনে (President Election India) বিরোধী প্রার্থী (Opposition's Presidential polls candidate) হিসেবে মনোনয়ন পেশ করলেন যশবন্ত সিনহা (Yashwant Sinha) । সংসদে মনোনয় পেশ করেন তিনি। তাঁর মনোনয়ন পেশের সময় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল সাংসদ অভিষেক ব্য়ানার্জি ও সৌগত রায় , এনসিপি প্রধান শরদ পাওয়ার, সমাজবাদী প্রধান অখিলেশ যাদব, এনসি প্রধান ফারুক আবদুল্লা, সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি প্রমুখ বিরোধী নেতৃত্ব।
প্রসঙ্গত, সোমবারই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থনের কথা জানিয়েছে টিআরএস (TRS)। ফলে স্বাভাবিকভাবেই বিরোধী শিবিরে ঘুঁটির জোর আরও খানিকটা বাড়ল। খানিক স্বস্তি বিরোধী শিবিরে। আগামী ১৮ জুলাই দেশের রাষ্ট্রপতি নির্বাচন। ফলপ্রকাশ ২১ জুলাই। ২৪ জুলাই রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হতে চলেছে রামনাথ কোবিন্দের।
Opposition's Presidential polls candidate Yashwant Sinha arrives at the Parliament in Delhi to file his nomination pic.twitter.com/jdOacT6hrc
— ANI (@ANI) June 27, 2022
Opposition's Presidential polls candidate Yashwant Sinha to file his nomination shortly at the Parliament in Delhi
Congress leader Rahul Gandhi, NCP chief Sharad Pawar, SP chief Akhilesh Yadav, NC chief Farooq Abdullah and others present with him pic.twitter.com/JVEDykbVgt
— ANI (@ANI) June 27, 2022
Opposition's Presidential polls candidate Yashwant Sinha files his nomination at the Parliament in Delhi pic.twitter.com/2BGztPZwmB
— ANI (@ANI) June 27, 2022
উল্লেখ্য, বিরোধী প্রার্থী মনোনীত হওয়ার পর সমর্থন চেয়ে শুক্রবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন যশবন্ত সিনহা । যদিও তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হয়নি। এরপর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং প্রবীণ বিজেপি নেতা এল কে আডবাণীকেও ফোন করেছিলেন তিনি।
আরও পড়ুন, Mother Daughter Gangrape: চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার মা ও ৬ বছরের মেয়ে