১ সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে GATE ২০১৬-র জন্য অনলাইন রেজিস্ট্রেশন
আগামিকাল থেকেই শুরু হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট বা গেটের রেজিস্ট্রেশন। জানুয়ারি ৩০ থেকে ফেব্রুয়ারি মাসের ৭ তারিখের মধ্যে হবে পরীক্ষা। আইআইটি মাদ্রাজ ও ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্সের তত্ত্বাবধানেই হবে পরীক্ষা।
ওয়েব ডেস্ক: আগামিকাল থেকেই শুরু হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট বা গেটের রেজিস্ট্রেশন। জানুয়ারি ৩০ থেকে ফেব্রুয়ারি মাসের ৭ তারিখের মধ্যে হবে পরীক্ষা। আইআইটি মাদ্রাজ ও ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্সের তত্ত্বাবধানেই হবে পরীক্ষা।
যারা গেট ২০১৬-র জন্য রেজিস্ট্রেশন করতে চান তাদের অনলাইনে ফর্ম ভরতে হবে। রেজিস্ট্রেশেনর জন্য যেই ডিগ্রি প্রয়োজন-
বি ই/বি টেক/বি ফার্ম
বি আর্ক
বি এস সি(রিসার্চ)/বি এস
এম এস সি/এম এ/এম সি এ
প্রয়োজনীয় তারিখ-
১ সেপ্টেম্বর- শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন
১ অক্টোবর- অনলাইনে আবেদন করার শেষ দিন
২০ নভেম্বর- পরীক্ষার শহর পরিবর্তনের আবেদন করার শেষ দিন
১৭ ডিসেম্বর- অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু করতে পারবেন পরীক্ষার্থীরা
পরীক্ষার দিন- ৩০ জানুয়ারি ২০১৬ থেকে ৭ ফেব্রুয়ারি ২০১৬
ফলাফল জানা যাবে ১৯ মার্চ, ২০১৬
www.gate.iisc.ernet.in সাইটে লগ ইন করে বিস্তারিত জানতে পারবেন পরীক্ষার্থীরা।