সোপিয়ানে সেনা চেকপোস্টে হামলা, পাল্টা গুলিতে খতম ১ জঙ্গি সহ ৪

সেনা জওয়ানরা একটি গাড়িকে থামতে বলার পরই ওই গাড়িটি থেকে গুলি চালানো হয়  বলে দাবি। তার পরই পাল্টা গুলি চালায় সেনা

Updated By: Mar 5, 2018, 08:32 AM IST
সোপিয়ানে সেনা চেকপোস্টে হামলা, পাল্টা গুলিতে খতম ১ জঙ্গি সহ ৪

নিজস্ব প্রতিবেদন: সেনা চেকপোস্টে হামলারা পাল্টা। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে সেনার গুলিতে খতম এক জঙ্গি। একইসঙ্গে নিহত হয়েছে আরও ৩ জন। ওই তিন ব্যক্তি নিহত জঙ্গির সঙ্গেই ছিল বলে দাবি করেছে সেনা। কিন্তু এলাকার মানুষজনের দাবি নিহত তিন ব্যক্তি সাধারণ নাগরিক। এনিয়ে এলাকায় উত্তেজনা বাড়ছে।

রবিবার সন্ধ্যে আটটা নাগাদ সোপিয়ানে সেনার মোবাইল ভেহিকেল চেকপোস্টে হামলা চালায় জঙ্গিরা। সেনা জওয়ানরা একটি গাড়িকে থামতে বলার পরই ওই গাড়িটি থেকে গুলি চালানো হয়  বলে দাবি। তার পরই পাল্টা গুলি চালায় সেনা। নিহত জঙ্গির নাম শাহিদ আহমেদ দার। সে সোপিয়ানেরই বাসিন্দা। সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘জঙ্গির সঙ্গে ‌যে তিনজন ছিল তারা গুলিতে নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছে।’

আরও পড়ুন-সময়ে ট্রেন চালানো সম্ভব নয়, স্পষ্ট করলেন রেল বোর্ডের চেয়ারম্যান

এদিকে এলাকার বাসিন্দাদের দাবি, নিহত তিনজন এলাকারই বাসিন্দা। এনিয়ে দ্বিতীয়বার সেনার গুলিতে সাধারণ নাগরিকের মৃত্যুর অভি‌যোগ উঠল। এবছর জানুয়ারি মাসে একটি পাথর ছোঁড়ার ঘটনায় সেনা গুলি চালালে ৩ জনের মৃত্যু হয়। ওই ঘটনার প্রতিবাদে তীব্র অশান্তির সৃষ্টি হয় কাশ্মীরে।

.