মোদীর প্রশংসা করে নীতিশের রোষানলে জেডিইউ নেতা শিবানন্দ তিওয়ারি
নরেন্দ্র মোদী প্রশ্নে প্রকাশ্যে চলে এল সংযুক্ত জনতা দলের অন্তর্কলহ। গুজরাতের মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তুমুল বিক্ষোভের মুখে পড়েন বর্ষীয়ান নেতা শিবানন্দ তিওয়ারি। মেজাজ হারিয়ে তিনিও ব্যক্তিগত আক্রমণ করেন নীতিশ কুমারকে। পাটনায় জেডিইউ-র চিন্তন শিবির একসময় তীব্র বাদানুবাদে পরিণত হয়। এসবই ঘটে নীতিশ কুমার,শরদ যাদবের মতো শীর্ষ নেতাদের সামনে।
নরেন্দ্র মোদী প্রশ্নে প্রকাশ্যে চলে এল সংযুক্ত জনতা দলের অন্তর্কলহ। গুজরাতের মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তুমুল বিক্ষোভের মুখে পড়েন বর্ষীয়ান নেতা শিবানন্দ তিওয়ারি। মেজাজ হারিয়ে তিনিও ব্যক্তিগত আক্রমণ করেন নীতিশ কুমারকে। পাটনায় জেডিইউ-র চিন্তন শিবির একসময় তীব্র বাদানুবাদে পরিণত হয়। এসবই ঘটে নীতিশ কুমার,শরদ যাদবের মতো শীর্ষ নেতাদের সামনে।
সংযুক্ত জনতা দলের প্রবীণ সাংসদ তখন নরেন্দ্র মোদীর চরিত্র ব্যাখা করছেন। আপত্তিটা জানালেন দলের নেতারাই। প্রথমে হই হট্টগোল,তারপর শ্লোগান। জেডিইউর চিন্তন শিবিরের সুর ততক্ষণে কেটে গিয়েছে। মেজাজ হারিয়ে দলীয় নেতৃত্বকে পাল্টা আক্রমণ শুরু করেছেন রাজ্যসভার সাংসদ।
বিহারের মুখ্যমন্ত্রীকেও রেয়াত করেননি ক্রুদ্ধ শিবানন্দ তিওয়ারি।
চোখের সামনেই দলীয় কোন্দলের সাক্ষী থাকলেন নীতিশ কুমার। জেডিইউ সভাপতি শরদ যাদব বিতর্ক ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন।
লোকসভার ভোটে বিজেপিকে রোখার কৌশল স্থির করতে বসেছিলেন নীতিশ কুমার। কিন্তু তার বদলে ভাঙন ধরল তাঁর দলেই।