উপ-মুখ্যমন্ত্রী হওয়ার জল্পনা তুঙ্গে রেখে নীতীশের পরেই শপথ নিলেন লালু পুত্র তেজস্বী

বিহারে পঞ্চমবারের জন্য শপথ গ্রহণ করলেন নীতীশ কুমার। নীতীশ কুমামারের পরেই শপথ গ্রহণ করেন লালু পুত্র তেজস্বী যাদব। নীতীশের পরেই তেজস্বী শপথ নেওয়ার পরে তা৬র উপ-মুখযমন্ত্রী হওয়ার জল্পনা আরও আরও তুঙ্গে উঠে গেল। এরপরেই শপথ গ্রহণ করেন লালু প্রসাদের আর এক পুত্র তেজ প্রতাপ যাদব।

Updated By: Nov 20, 2015, 02:47 PM IST
উপ-মুখ্যমন্ত্রী হওয়ার জল্পনা তুঙ্গে রেখে নীতীশের পরেই শপথ নিলেন লালু পুত্র তেজস্বী

ওয়েব ডেস্ক: বিহারে পঞ্চমবারের জন্য শপথ গ্রহণ করলেন নীতীশ কুমার। নীতীশ কুমামারের পরেই শপথ গ্রহণ করেন লালু পুত্র তেজস্বী যাদব। নীতীশের পরেই তেজস্বী শপথ নেওয়ার পরে তা৬র উপ-মুখযমন্ত্রী হওয়ার জল্পনা আরও আরও তুঙ্গে উঠে গেল। এরপরেই শপথ গ্রহণ করেন লালু প্রসাদের আর এক পুত্র তেজ প্রতাপ যাদব।

মন্ত্রিসভায় সম্ভবত উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন লালু-পুত্র তেজস্বী যাদব। মন্ত্রিসভায় থাকতে পারেন লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপও। আজই দুপুর দুটোয় পাটনার মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নীতীশকুমার। আরজেডি যে নয়া মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী পদ পাচ্ছে তা জানাই ছিল। তবে তেজস্বী না তেজপ্রতাপ, কে বসছেন উপ-মুখ্যমন্ত্রী পদে তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল।

কুর্সির দৌড়ে উঠে এসেছিল লালুর মেয়ে মিসার নামও। অবশেষে সেই ছবিটাই কিছু স্পষ্ট হল শপথ গ্রহণের কয়েক ঘণ্টা আগে। আপাতত সেই দৌড়ে এগিয়ে তেজস্বী। সূত্রের খবর, অর্থমন্ত্রী পদটিও পেতে পারে আরজেডি। সেক্ষেত্রে অর্থমন্ত্রী হতে পারেন লালু-ঘনিষ্ট আরজেডি নেতা আব্দুল বারি সিদ্দিকি।

.