রাজনীতির খাবারে ঝালমুড়ি, ফিস ফ্রাইয়ের পর এবার মমতা নিয়ে এলেন লিট্টি

ইহাই হইল বঙ্গ রাজনীতি। ভোজন রসিক বাঙালী খাইয়েই মাত করছেন গোটা ভারত। মত আলাদা, মতাদর্শ আলাদা, রাজনীতির ময়দানে কেউ বিরোধী তো কেউ শাসক। কথায় আছে, মিষ্টি ভাষা বাংলা আর মিষ্টি মানুষ বাঙালি। মুখোরোচক কথায় যারা এক কালে গাল ভরা হাসি এনে দিয়েছেন তাঁরাই এবার মন দিয়েছেন মুখোরোচক খাবারে।

Updated By: Nov 20, 2015, 02:05 PM IST
রাজনীতির খাবারে ঝালমুড়ি, ফিস ফ্রাইয়ের পর এবার মমতা নিয়ে এলেন লিট্টি

ওয়েব ডেস্ক: ইহাই হইল বঙ্গ রাজনীতি। ভোজন রসিক বাঙালী খাইয়েই মাত করছেন গোটা ভারত। মত আলাদা, মতাদর্শ আলাদা, রাজনীতির ময়দানে কেউ বিরোধী তো কেউ শাসক। কথায় আছে, মিষ্টি ভাষা বাংলা আর মিষ্টি মানুষ বাঙালি। মুখোরোচক কথায় যারা এক কালে গাল ভরা হাসি এনে দিয়েছেন তাঁরাই এবার মন দিয়েছেন মুখোরোচক খাবারে।
ভারতীয় সংসদে সব থেকে রসিক বক্তব্যে গোটা পার্লামেন্টের হাউসকে হাসিয়েছেন এমন সাংসদদের তালিকা প্রকাশ করলে লালু প্রসাদ যাদব নিঃসন্দেহে প্রথম দশের মধ্যে থাকবেন। সেই 'মিষ্টি ভাষী' লালুগড়েই এবার হাসি কুড়িয়ে নিলেন 'বাঙ্গাল কি বেটি' মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বিজেপি সাংসদ বাবুলের সঙ্গে ঝালমুড়ি, নবান্নে বিমান বসুর সঙ্গে ফিস ফ্রাই এবার বিহারে গিয়ে লিট্টি, কি কাণ্ডটাই না করছেন দিদিমণি।

বিজেপি আর মমতার সম্পর্কটা অম্লমধুরই বলা চলে। কখনও গলায় গলায় আবার কখনও দাঁ-মাছ। কখনও এনডিএ শরীক আবার কখনও কট্টর বিজেপি বিরোধিতা। বাংলার বিজেপিকে তুলোধনা করছেন আবার দিল্লিতে গিয়ে দেখা করে আসছেন লালকৃষ্ণ আদবানীর সঙ্গে। সৌহার্দ্যের রাজনীতিতে মমতা-বাবুলই প্রথম যারা বিজেপি-তৃনমূলে ঝালমুড়ি সম্পর্ক বানালেন। বাদ যায়নি বামেরাও। আন্দোলনের উত্তাপ নবান্নের এসি ঘরে গিয়ে ফিস ফ্রাই আর আড্ডাতেই থমকে গিয়েছে। নবান্নে বিপ্লবের কথা বলতে গিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান ও তাঁর দলবল, ফিস ফ্রাই খাইয়ে গোটা 'রেড ফৌজ'কে আলিমুদ্দিনে পাঠিয়ে দিয়েছিলেন দিদিমণি। এবার পাশের রাজ্য বিহারে লিট্টিতে লিটল ম্যাজিক মমতার। লালু-নীতীশদের হোম ফুড খেয়ে একেবারে হাসিতে গদগদ বাংলার মুখ্যমন্ত্রী।

বিহারে নীতীশ কুমারের শপথ গ্রহন অনুষ্ঠানে একই মঞ্চে মমতা-মুলায়ম-কেজরিওয়াল-ইয়েচুরি। সবার মত আলাদা, মতাদর্শ আলাদা। কিন্তু লিট্টিতে সবাই এক। ছট্‌ পুজোর পর লিট্টি খাওয়ার কথা ব্যক্ত করতে গিয়ে তো দিদি এমন হাসি দিলেন যেন লিট্টি ছাড়া দিদি এখন সবেতেই 'নো' বলেন। রাজনীতির মঞ্চে এর আগে ঝালমুড়ি এসেছে, প্ল্যাটে এসেছে ফিস ফ্রাই আর কাসন্দি, এবার 'ল্যাটেস্ট লিট্টি'। সৌজন্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

.