জুলাই ১ থেকে রেল টিকিটে যে যে পরিবর্তন আসছে, সবচেয়ে বড় পরিবর্তন তত্কাল টিকিটে

টিকিট ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেলওয়ে। টিকিট ব্যবস্থার নতুন নিয়মকানুন লাগু হতে চলেছে পরের মাসের পয়লা দিন থেকেই, মানে ১ জুলাই থেকে। নতুন এই টিকিট ব্যবস্থায় কয়েক লাখ ট্রেনযাত্রী উপকৃত হবেন বলে রেল মন্ত্রকের আশা।

Updated By: Jun 22, 2016, 01:30 PM IST
জুলাই ১ থেকে রেল টিকিটে যে যে পরিবর্তন আসছে, সবচেয়ে বড় পরিবর্তন তত্কাল টিকিটে

ওয়েব ডেস্ক : টিকিট ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেলওয়ে। টিকিট ব্যবস্থার নতুন নিয়মকানুন লাগু হতে চলেছে পরের মাসের পয়লা দিন থেকেই, মানে ১ জুলাই থেকে। নতুন এই টিকিট ব্যবস্থায় কয়েক লাখ ট্রেনযাত্রী উপকৃত হবেন বলে রেল মন্ত্রকের আশা।

নতুন কী কী নিয়ম?

তত্কালে কাটা টিকিট বাতিল করলে এখন থেকে ৫০ শতাংশ টাকা ফেরত পাওয়া যাবে।

বদলাচ্ছে তত্কালে টিকিট কাটার সময়। AC-তে তত্কাল টিকিট পাওয়া যাবে সকাল ১০টা থেকে ১১টার মধ্যে। স্লিপারের ক্ষেত্রে ওই টিকিট পাওয়া যাবে সকাল ১১টা থেকে বেলা ১২টার মধ্যে।

'সুবিধা' ট্রেনে এখন থেকে আর কোনও ওয়েটিং লিস্ট-এর গল্প আর থাকছে না।

যাত্রীদের শুধু কনফার্মড বা RAC টিকিটই দেওয়া হবে।

'সুবিধা' ট্রেনের টিকিট বাতিল করলে অর্ধেক টাকা ফেরত পাবেন যাত্রীরা।

এখন থেকে যাত্রীরা ভাড়ার অর্ধেক ফেরত পাবেন AC-II টায়ার বা ফার্স্ট ক্লাস টিকিটে ১০০ টাকা ক্যানসেল চার্জের বিনিময়ে, AC-III টায়ার বা থ্রি ইকোনমি বা AC চেয়ার কারের ক্ষেত্রে সেটাই পড়বে ৯০ টাকা, স্লিপার ক্লাসের ক্ষেত্রে ক্যানসেল চার্জ পড়বে ৬০ টাকা।

রাজধানী ও শতাব্দীতে বাড়ছে কোচের সংখ্যা।

এবার থেকে রাজধানী ও শতাব্দীতেও চালু হতে চলেছে পেপারলেস টিকিট, গ্রাহ্য করা হবে মোবাইল টিকিট।

শুধু ইংরেজী নয়, অন্য ভাষাতেও টিকিট বুকিং শুরু করা হবে।

প্রিমিয়াম ট্রেন বলে আর কিছু থাকছে না।

আরও পড়ুন, মোবাইলেই হবে এবার রেল টিকিট ক্যানসেল

.